রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠছে দলবাজির অভিযোগ। শাসকদলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা নিজের দলের কর্মী-সমর্থকদের সরকারি সাহায্য পাইয়ে দিচ্ছেন এমন অভিযোগ রাজ্যে ভুরি ভুরি। রবিবার সকালে শাসকদলের বিরুদ্ধে দলবাজি…
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল সরকারের বিরুদ্ধে উঠছে দলবাজির অভিযোগ। শাসকদলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা নিজের দলের কর্মী-সমর্থকদের সরকারি সাহায্য পাইয়ে দিচ্ছেন এমন অভিযোগ রাজ্যে ভুরি ভুরি। রবিবার সকালে শাসকদলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর- ২ ব্লকের খড়াই দক্ষিনসাই এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় যে সমস্ত মানুষ তৃণমূল করেন কেবলমাত্র তাদের সরকারি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। সাম্প্রতিক কয়েকদিন আগে এনআরজিএসের কাজ শুরু হয়েছে। যেখানে কেবলমাত্র যে সমস্ত মানুষ তৃণমূল করেন তাদের কাজ দেওয়া হয়েছে। বিরোধীদলের কেউই কাজ পাননি। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো রকম সুরাহা মেলেনি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে রবিবার সকালে এগরা- বাজকুল সড়ক দীর্ঘক্ষন ধরে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। দীর্ঘ অবরোধের ফলে রাস্তায় যানচলাচল অবরুদ্ধ হয়ে যায়। পরে পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, "যারা তৃণমূলের মিছিলে হাঁটে এবং তাদের এই কাজে নেওয়া হচ্ছে। বিরোধী দলের কাউকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বারবার প্রশাসনকে জানিয়েও কোনোরকম সুরাহা হয়নি। তাই আজকে আমরা এই অবরোধ-বিক্ষোভে সামিল হলাম।"তবে গোটা ঘটনায় অস্বীকার করেছে পঞ্চায়েত প্রতিনিধিরা।
No comments