https://youtu.be/WEp_CdIwZE0হলদিয়ার ঝিকুরখালিতে মা ও মেয়েকে পুড়িয়ে মারার ঘটনায় আজকে হলদিয়া আদালতে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমান ও বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার কর…
https://youtu.be/WEp_CdIwZE0
হলদিয়ার ঝিকুরখালিতে মা ও মেয়েকে পুড়িয়ে মারার ঘটনায় আজকে হলদিয়া আদালতে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমান ও বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। অভিযুক্তদের নিয়ে আদালতে ঢোকার সময় মহিলা মোর্চার দফায় দফায় বিক্ষোভ। মুল অভিযুক্ত সেখ সাদ্দামকে তোলার সময় বিক্ষোভ। প্রশংগত গত ১৮ই ফেব্রুয়ারী মা মেয়ের জ্বলন্ত দেহ উদ্ধার হয় হলদিয়ার ঝিকুরখালি তে হলদি নদী তীরবর্তী এলাকা থেকে। ঘটনার তদন্তে নেমে মুল অভিযুক্ত সাদ্দাম সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। মা রমা দে ও মেয়ে রিয়া দে ব্যারাকপুরের নরেশ চন্দ্র সরনীতে ভাড়ায় থাকতো। হলদিয়ার সাদ্দামেরবসাথে তাদের কোলকাতার পাশপোর্ট অফিসে আলাপ হয়। ১৭ ই ফেব্রুয়ারিতে খাওয়ারের সাথে মাদক মিশিয়ে অচেতন করে নদীর চরে নিয়ে গিয়ে গাড়ির পেট্রোল দিতে জ্বালিয়ে দেয় সাদ্দাম সহ তার সহোযোগিরা। আজ থেকে শুরু হল সাক্ষী দের জিজ্ঞাসাবাদ।
No comments