পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত ২৭ টি পূজা কমিটির হাতে স্যানিটাইজার, মাস্ক, স্প্রে তুলে দিল পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র। কোভিড সংক্রমিত সময়কালে দুর্গোৎসবের অনুষ্ঠান, প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমার সাজসজ্জা প্রস্তুত …
পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত ২৭ টি পূজা কমিটির হাতে স্যানিটাইজার, মাস্ক, স্প্রে তুলে দিল পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র। কোভিড সংক্রমিত সময়কালে দুর্গোৎসবের অনুষ্ঠান, প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমার সাজসজ্জা প্রস্তুত হয়ে পঞ্চমী পেরিয়ে ষষ্ঠীতে ষষ্ঠীতলায় ঘটত্তোলন সম্পন্ন হয়। বাঙালির মন প্রান এখন শুধু পুজো পুজো করছে, তবু যেন একটা বাধা সামনে বেড়াজাল হয়ে দাঁড়িয়ে। তা সত্ত্বেও বাঙালির মন কি আর বাধা মানে, অনেকেই বেরিয়ে পড়ে প্রতিমা দর্শন করতে। যদিও হাইকোর্টের নিয়মানুযায়ী পুজো মণ্ডপ ব্যারিকেড। তবু অগত্যা বাইর থেকেই করতে হবে প্রতিমা দর্শন। সেই মোতাবেক সামাজিক দূরত্ব মেনে প্রতিমা দর্শন করছেন বহু মানুষ। পাঁশকুড়ার প্রতিটা পূজা কমিটির কড়া নিরাপত্তা বেষ্টনীতে চলছে প্রতিমা দর্শনের সুব্যবস্থা করা হয়েছে। কোভিড আক্রান্তের হাত থেকে রক্ষা পেতে পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দবাবু পৌরসভার অন্তর্গত ২৭ টি পূজো কমিটির হাতে মাক্স, স্যানিটাইজার, স্প্রে তুলে দেন। পাশাপাশি প্রতিটা ক্লাবকে কড়াকড়ি ব্যবস্থা রাখার অনুরোধ জানায়। যাতে কেউ অমান্য না করে, সামাজিক দূরত্ব বজায় রাখে সেই দিকে নজর রাখার অনুরোধ জানায় চেয়ারম্যান নন্দকুমার মিশ্র। নন্দবাবুর এমন ব্যবস্থা দেখে খুশি পৌরসভাবাসী সহ প্রতিটা ক্লাব।
No comments