Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরকারি বিধিনিষেধের কোথাও ক্ষামতি নেই পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত সূরানানকার আমরা সবাই ক্লাবের দূর্গাপূজোতে

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত সূরানানকার আমরা সবাই ক্লাব এর পূজামণ্ডপটি তৈরি হয়েছে একেবারে সরকারি বিধি মেনে। পূজা মণ্ডপে সরকারি বিধি নিষেধ মেনে তৈরি করা হয়েছে । প্রবেশদ্বার থেকে শুরু করেই সমস্ত জায়গা তে প্রব…

 




পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত সূরানানকার আমরা সবাই ক্লাব এর পূজামণ্ডপটি তৈরি হয়েছে একেবারে সরকারি বিধি মেনে। পূজা মণ্ডপে সরকারি বিধি নিষেধ মেনে তৈরি করা হয়েছে । প্রবেশদ্বার থেকে শুরু করেই সমস্ত জায়গা তে প্রবেশ নিষেধ এমন  নোটিশ বোর্ড দেওয়া হয়েছে।এমনকি মন্ডপের প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়া হয়েছে যাতে দর্শনার্থীরা কোনভাবে ভীড় করতে না পারেন। সোশ্যাল ডিসটেন্স বজায় রেখেই পূজটি উদ্বোধন করেন পাঁশকুড়া পুরসভার পুরপ্রশাসক নন্দকুমার মিশ্র।কমিটির সম্পাদক সুভাষ ঘোষ জানান-" পুরো পূজামণ্ডপটি  আমরা সরকারি বিধি নিষেধ অনুযায়ী তৈরি করেছি। সরকার যেমন ঘোষণা করেছেন মঞ্চে হতে হবে ৩ পাশ খোলা সেইরকমই আমাদের মঞ্চটি শ্রী ধারা অব্যাহত রেখেছি।পুরো পূজামণ্ডপটি খোলা ও ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছি যাতে কোন দর্শনার্থী পূজামণ্ডপের ভেতর প্রবেশ না করতে পারে। সেই জন্য নো এন্ট্রি বোর্ড টানিয়ে দিয়েছে পুরো পূজামণ্ডপে। এমনকি ভীড় যাতে না হয় পুজো মণ্ডপের কাছে যানজট বাড়ছে দিইনি আমরা আমাদের নির্দিষ্ট স্বেচ্ছাসেবক দিয়েই সে কাজ করিয়ে দিচ্ছি। যাতে কোনো প্রকারে ভীড় না হতে পারে। উদ্যোক্তাদের ক্ষেত্রেও একই নিয়ম বিধি মান্যতা দিয়েছি কমিটির সদস্যরা শুধুমাত্র পূজা মন্ডপের ভেতরে প্রবেশ করতে পারবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল ডিসটেন্স বজায় রেখেই কাজকর্ম চলছে।"

No comments