Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ প্রাইভেট কারে গরু পাচার আটক করলো তমলুক থানার পুলিশ

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে চার চাকায় করে গরু  পাচার।ঐ গাড়িকে আটক করলো তমলুক থানার পুলিশ।।জানা যায় একটি চারচাকা Xylo গাড়ি তমলুক-নিমতৌড়ি থেকে ময়নার দিকে আসছিল।হঠাৎ তমলুকে টহলরত পুলিশের গাড়িটিকে দেখে সন্দেহ হয়।গাড়িটিকে দাঁড়তে বললে…

 






পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে চার চাকায় করে গরু  পাচার।ঐ গাড়িকে আটক করলো তমলুক থানার পুলিশ।।জানা যায় একটি চারচাকা Xylo গাড়ি তমলুক-নিমতৌড়ি থেকে ময়নার দিকে আসছিল।হঠাৎ তমলুকে টহলরত পুলিশের গাড়িটিকে দেখে সন্দেহ হয়।গাড়িটিকে দাঁড়তে বললে গাড়িটি দ্রুত গতিতে দৌড়াতে থাকে।তমলুক পুলিশও গাড়িটিকে অনুসরন করে।সাওতানচক এলাকায় গাড়িটিকে ধরা সম্ভব হলেও অভিযুক্তরা গাড়ি ছেড়েই পালিয়ে যায়।গাড়িটি খুলে পুলিশ কর্মীরা তিনটি গরুকে উদ্ধার করে।ও গাড়িটিকে বাজেয়াপ্ত করে তমলুক থানায় নিয়ে আসা হয়।গাড়িটি কার?কারা কারা এই গাড়িটির ভেতরে এই ভাবে গরু পাচার করছিল।এইভাবে কেন গরু গুলি নিয়ে যাওয়া হচ্ছিল ইত‍্যাদি প্রশ্নের ভিত্তিতে  তদন্তে নেমেছে তমলুক পুলিশ।


No comments