পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পুরনো ভবন ভেঙে নতুন ভবনের জন্য বরাদ্দ হল প্রায় তিন কোটি টাকা। ব্রিটিশ আমলে ১৮৩০ সালে পটাশপুর বাজারে থানা তৈরি করা হয়েছিল। পরে ১৯৪২ সালে সেই পটাশপুর থানা দখল করে স্বাধীন সরকার কমিটি। এই থানা বয়…
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পুরনো ভবন ভেঙে নতুন ভবনের জন্য বরাদ্দ হল প্রায় তিন কোটি টাকা। ব্রিটিশ আমলে ১৮৩০ সালে পটাশপুর বাজারে থানা তৈরি করা হয়েছিল। পরে ১৯৪২ সালে সেই পটাশপুর থানা দখল করে স্বাধীন সরকার কমিটি। এই থানা বয়সের ভারে জীর্ণ। সম্প্রতি, আমফান ঘুর্ণিঝড়ে ভবনের আরও ক্ষতি হয়। তবে ইদানীং রাজ্য সরকারের পুলিশ হাউজিং প্রকল্পে পটাশপুর থানার নতুন ভবনের জন্য ২ কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই প্রকল্পে নতুন দোতালা ভবন ছাড়াও ক্যান্টিন, পুলিশ ও মহিলা পুলিশ ব্যারাক তৈরি করা হবে। পুজোর আগে কাজ শুরু হওয়ার কথা। পটাশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চন্দ্রকান্ত শাসমল বলেন, "রাজ্য সরকারের বরাদ্দ অর্থে পুরনো থানা ভেঙে নতুন থানা ও পুলিশ ব্যারাক তৈরি হবে। টেন্ডারও হয়ে গিয়েছে। আগামী এক বছরের মধ্যে নতুন থানা পাবে পটাশপুর।" কিন্তু কবে নতুন ভাবন পাবে পটাশপুর সেদিকেই তাকিয়ে স্থানীয় থানার পুলিশমহল।
No comments