Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পথসাথী প্রকল্প পাঁশকুড়া পৌরসভার ১৭ ওয়ার্ডের ইটভাটা থেকে PWD পর্যন্ত পিচ রাস্তার উদ্বোধনে পৌর প্রধান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে রাজ্যের প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে পথশ্রী অভিযান, এই ধারা অব্যাহত রেখে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া পৌরসভার ১৭ ওয়ার্ডের ইটভাটা থেকে PWD পর্যন্…

 





মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে রাজ্যের প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে পথশ্রী অভিযান, এই ধারা অব্যাহত রেখে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া পৌরসভার ১৭ ওয়ার্ডের ইটভাটা থেকে PWD পর্যন্ত পিচ রাস্তার উদ্বোধন এর পাশাপাশি কাজ শুরু হলো সোমবার।দীর্ঘদিন ধরে এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভ ছিল যার অবসান ঘটল আজ,পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র বলেন এই রাস্তার কাজ সম্পূর্ণ  হলে উপকৃত হবেন বহু মানুষ।রাস্তাটির শুভ সূচনা করেন  পাঁশকুড়া পুরসভার পুরপ্রশাশক নন্দকুমার মিশ্র, ভাইস চেয়ারম্যান জনাব সইদুল  ইসলাম খান ,মাইনরিটি অ্যাসোসিয়েশন এর গুরুত্বপূর্ণ সদস্য জইদুল ইসলাম খান, নির্বাহি আধিকারিক মনোজ কুমার দাস , ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত আচার্য সহ একাধিক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা।পুরপ্রশাশক নন্দ মিশ্র বলেন-"মূখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ‍্যায় নির্দেশ ক্রমে আমাদের পথশ্রী অভিযান চলছে।আগামী ১৫ তারিখ পযর্ন্ত আমাদের এই কর্মসূচি চলবে।আমরা প্রতিনিয়তই মানুষের পাশে আছি।আজ ১৭ নম্বর ওয়ার্ডের রাস্তার পূনর্নিমানের কাজ শুরু হল ও সেই রাস্তার উদ্বোধন করলাম"।



No comments