কাঁথি দু'নম্বর ব্লকের মানিক পুর গ্রামে জল নিকাশি পরিষ্কার কে কেন্দ্র করে উত্তেজনা মারামারি । এলাকাবাসীর পথ অবরোধ । পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ । জানা গিয়েছে, এই এলাকায় রাস্তা সংলগ্ন একটি জল নিকাশি ১০০ দিনের কাজের প্রকল্…
কাঁথি দু'নম্বর ব্লকের মানিক পুর গ্রামে জল নিকাশি পরিষ্কার কে কেন্দ্র করে উত্তেজনা মারামারি । এলাকাবাসীর পথ অবরোধ । পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ।
জানা গিয়েছে, এই এলাকায় রাস্তা সংলগ্ন একটি জল নিকাশি ১০০ দিনের কাজের প্রকল্পে অন্তর্ভুক্ত করে তা পরিষ্কারের কাজ শুরু করে গ্রাম পঞ্চায়েত । আজ সকালে যখন এই জল নিকাশি পরিস্কারের কাজ চলছিল তখন আচমকাই এই গ্রামেরই অধিবাসী দেবাশীষ জানা কাজে বাধা দেয় এবং মেয়েরে কর্মরত এক গ্রামবাসীর মাথা ফাটিয়ে দেয় ।তাকে আহত অবস্থায় উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । এরপরে খবর দেয়া হয় কাঁথি থানা । অভিযোগ খবর দেয়ার পরেও দীর্ঘক্ষন কেটে গেলে ঘটনাস্থলে আসেনি পুলিশ । সন্ধ্যে নাগাদ পুলিশ এলে পুলিশকে ঘিরে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী । এলাকাবাসী খুব উপরে দেয় পুলিশের বিরুদ্ধে ।
দোষীদের গ্রেপ্তারের দাবিতে এখনো বিক্ষোভ চলছে ।
No comments