ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/SO0fUDWMOmsপূর্ব মেদিনীপুরের দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে দূর্ঘটনা ঘটে শুক্রবার।জানা গেছে ১১৬ বি জাতীয় সড়কে একটি লরি গাড়ি দাঁড়িয়ে ছিলো নন্দকুমার ব্লকের খঞ্চি এলাকায়।ঠিক সেই সময় একটি যাত…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/SO0fUDWMOms
পূর্ব মেদিনীপুরের দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে দূর্ঘটনা ঘটে শুক্রবার।জানা গেছে ১১৬ বি জাতীয় সড়কে একটি লরি গাড়ি দাঁড়িয়ে ছিলো নন্দকুমার ব্লকের খঞ্চি এলাকায়।ঠিক সেই সময় একটি যাত্রী বোঝাই বাস পেছন থেকে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরিটিকে।জানা যায় বাসটি গড়িয়া থেকে বোগা যাচ্ছিল।পেছন থেকে ধাক্কা মারায় বাসটির মধ্যে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছেন।এই ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।এরপর তারা খবর দেন নন্দকুমার থানায়।নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে আটক করে থানায় নিয়ে যান।তবে পুলিশের প্রাথমিক অনুমান বাসটি দ্রুত গতিতে থাকার ফলেই এমন ঘটনা ঘটেছে।স্থানীয় একজন পথদর্শক বলেন-" বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল।লরিটি রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল।বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে ধাক্কা মারে।আমরা ঘটনাটি দেখা মাত্রই ছুটে যাই।আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করি।"
No comments