নবান্ন অভিযান কে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চলছে ভারতীয় জনতা পার্টির বিশেষ কর্মসূচি ।আম্ফান ঘূর্ণিঝড়ের স্বজনপোষণ, এছাড়া রাজ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নিত সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টির য…
নবান্ন অভিযান কে কেন্দ্র করে কয়েকদিন ধরেই চলছে ভারতীয় জনতা পার্টির বিশেষ কর্মসূচি ।আম্ফান ঘূর্ণিঝড়ের স্বজনপোষণ, এছাড়া রাজ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নিত সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা।
পূর্ব মেদিনীপুর শিল্প শহর হলদিয়া থেকে নবান্ন যাওয়ার জন্য যুবক-যুবতীদের উৎসাহ ছিল দেখার মতো। বেশ কয়েকটি বাস নিয়ে যাবার জন্য প্রচার অভিযানের ছিল যুবক-যুবতীরা। জানালেন হলদিয়া বন্দরের কর্মচারী,তথা কলকাতা- হলদিয়া বন্দর ভারতীয় মজদুর সংঘের সম্পাদক ,পূর্ব মেদিনীপুর জেলার কার্যকারী সভাপতি প্রদীপ বিজলী বললেন বর্তমান পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। আমাদের কর্মীদের ফোনে হুমকি দিয়েছিল যাতে না আমরা নবান্নের উদ্দেশ্যে যেতে না পারি। তার জন্য এই এলাকার নেতা-নেত্রীরা আরো বেশি বেশি করে নিয়ে যাবার উদ্যোগ নিয়েছিলেন।
আজ সকাল থেকেই হলদিয়ার বিভিন্ন মন্ডলের উদ্যোগে বাসে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতি ছিল। শিল্পশহর হলদিয়ার যুবক-যুবতী এবং শ্রমিক সংগঠনের নেতৃত্ব বাস পুলিশ রানিচক, সিটি সেন্টার, কাবাসবেরিয়া নন্দকুমার বিভিন্ন এলাকায় আমাদের কর্মী দের গাড়ি আটকে দেয়।
কর্মীদের বাস দীর্ঘ সময় আটকে রাখে। করে তাকে উপেক্ষা করে আমাদের কর্মীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছান। কিন্তু রাজ্য সরকারের কাছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা তাদের দাবি-দাওয়া নিয়ে যখন নবান্ন অভিযান করছেন ।
তখন সরকারপক্ষ আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য, কারোনা জন্য স্যানিটাইজার করার জন্য নবান্ন বন্ধ ঘোষণা করেছে। আর তার দলের পুলিশ বিভিন্ন জায়গায় কর্মীদের বাস আটকানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যেন একই ছত্র ছায়ায় দাঁড়িয়ে গেছে ।আইন-শৃংখলার নামে পুলিশ দলের কর্মী হয়ে কাজ করছেন পুলিশ দল দাসে পরিণত হয়েছেন।
No comments