Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাত মাস পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতির পদে বসলেন দিবাকর জানা

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/YrD8yUaOu1Uকোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আধিকারিককে মারধরের ঘটনায় পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা কে দল থেকে বহিঃস্কার করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংস…

 




ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/YrD8yUaOu1U

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আধিকারিককে মারধরের ঘটনায় পর শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা কে দল থেকে বহিঃস্কার করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। শুধু তাই নয় সভাপতির পাশাপাশি কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের শ্রমিক সংগঠনের পদ থেকে বহিঃস্কার করেন।ও ৯.২.২০২০ তে  দিবাকর বাবুর হাজতবাস হয়। পূর্ব মেদিনীপুর জেলাশাসকের নির্দেশে ১৭.০২.২০২০ তারিখে ভারপ্রাপ্ত সভাপতির পদে বসেন সোভা সাহু ।বেশ কয়েকদিন হাজতবাসের পর স্পেশাল বন্ডে জামিন পান  দিবাকর জানা। দীর্ঘ সাত মাস কোন দলীয় কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি দিবাকর বাবু কে। এর পর আজ দশজন অঞ্চল প্রধানের সম্মতিক্রমে আজ পুনরায় শহীদ মাতঙ্গিনী ব্লকে সভাপতি পদে বসেন দিবাকর জানা। যদিও আজ ভারপ্রাপ্ত সভাপতি শোভা সাউ কর্মাধক্ষ জয়দেব বর্মন  এবং শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী শহীদ মাতঙ্গিনী ব্লকের অবজারভার তথা বল্লুক ২ নম্বর অঞ্চলের প্রধান শরৎ মেট‍্যা কে আজকে দেখা যায় নি। যদিও এখনও জেলা সভাপতি কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।দিবাকর জানা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন-"১৮ মাস নিষ্টার সঙ্গে শহীদ মাতঙ্গিনী দায়িত্ব বহন করেছি।দীর্ঘ সাতমাস ধরে পার্টির সঙ্গে যুক্ত ছিলাম না।দীর্ঘ সাত মাস হওয়ার পরে আমরা শিশির বাবু শুভেন্দু বাবুকে জানিয়েছিলাম কিন্তু কোনো উত্তর পাইনি।আমি ম‍্যাসেজ আকারে জেলা নেতৃত্বকে জানিয়েছিলাম।প্রধান,পঞ্চায়েতের নির্দেশ ক্রমে আজকে এইখানে বসেছি তবে জেলা প্রশাসন কী করবে জানিনা।আমি আগামীদিনে এই পঞ্চায়েত সমিতি চালাবো ও নিষ্টার সঙ্গে কাজ করবো"।



No comments