সোমবার তমলুকের রধাবল্লভপুরে কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করা হয়, এই পদ যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সমিক ভট্টাচার্য। রাধাবল্লভপুর থেকে নাইকুড়ি পর্যন্ত মিছিল হয়। হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই…
সোমবার তমলুকের রধাবল্লভপুরে কেন্দ্রের কৃষি বিলের সমর্থনে একটি পদযাত্রার আয়োজন করা হয়, এই পদ যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সমিক ভট্টাচার্য। রাধাবল্লভপুর থেকে নাইকুড়ি পর্যন্ত মিছিল হয়। হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই সুবিশাল মিছিল করে বিজেপি। সঙ্গে ছিলেন জেলার সভাপতি নবারুন নায়েক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। একরাশ দাবিদাওয়া নিয়ে তাঁরা শহীদ মাতঙ্গিনী ব্লকে বিক্ষোভ দেখায়, এবং গনডেপুটেশন দেয় । দাবিদাওয়ার মধ্যে ছিল গত আম্ফান ঝড়ে প্রাপ্য ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুব্যবস্থা করা। ক্ষতিগ্রস্তের তালিকা জনসমক্ষে প্রকাশিত করতে হবে। এই ত্রানের লুঠেরাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়াও একাধিক দাবিদাওয়া নিয়ে গনডেপুটেশন দেয় জেলা বিজেপি নেতৃত্বরা। তৎসহ কৃষিবিলের সমর্থনে বিশাল মিছিল করে তমলুকের বুকে। ওই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
No comments