Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কৃষি আইনের সমর্থনে পাঁশকুড়া ১ ব্লকে ডেপুটেশান জমা দেয় বিজেপি

কৃষকদের স্বার্থে কৃষি আইনের সমর্থনে কৃষক সুরক্ষা পদযাত্রা বিজেপির পক্ষ থেকে সংঘটিত হয় ,একই সঙ্গে আমফানের বিভিন্ন দফা দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া  বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেয়া হয়।  p.w.d. ম…

 




কৃষকদের স্বার্থে কৃষি আইনের সমর্থনে কৃষক সুরক্ষা পদযাত্রা বিজেপির পক্ষ থেকে সংঘটিত হয় ,একই সঙ্গে আমফানের বিভিন্ন দফা দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের পাঁশকুড়া  বিডিও অফিসে একটি ডেপুটেশন জমা দেয়া হয়।  p.w.d. মাঠ থেকে কয়েকশো বিজেপি কর্মী মিছিল করে বিডিও অফিসে এসে ডেপুটেশন জমা দেয়। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য  নবল   কিশোর মহারাজ, কেশাপাট মন্ডল সভাপতি গোপাল সাউ, হাউর মন্ডল সভাপতি সহদেব প্রামানিক, রাজ্য কমিটির সদস্য নিলাঞ্জন অধিকারী, জেলা নেতৃত্ব নীলাঞ্জন মান্ডি, জগদিশ প্রামানিক, প্রতীক পাখিরা সহ একাধিক নেতৃত্ব।এইদিন বিডিও ধেনদুপ ভুটিয়ার  কাছে আমফান দুর্নিতী ও কেন্দ্রের কৃষিবিলের স্বপক্ষে ডেপুটেশন দেওয়া হয়।বিজেপির পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির সদস‍্য নবোলকৃষ্ন মহারাজ বলেন -"আজকে বিডিও অফিসে বিডিওর কাছে ডেপুটেশান জমা দেওয়ার মূল কারন কৃষি বিলের সমর্থন ও  আমরা বিডিওকে অবগত করতে চাই তৃণমূল সরকার যেভাবে গরীব কৃষকদের অত‍্যাচারিত করেছে ধংশ্ব করেছে এবং ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে তিনি যেন সেচ্চার হন এবং আগামীতে কৃষকরা যাতে নাহ‍্য মূল‍্য পান সেই দিক লক্ষ‍্য রেখে আজকে ডেপুটেশান জমা দিলাম।"


No comments