হলদিয়া জয়নগর এলাকায় মাস্টার হিসেবেই পরিচিত। দারিদ্র্যে মধ্যেই জেদ নিয়ে পড়াশোনা করেছেন সেই তাগিদ থেকেই নিজের কর্মক্ষেত্র হলদিয়া জয়নগর স্কুলের অন্যান্য শিক্ষকদের সহযোগিতা কয়েক বছর আগেই নিজে তৈরি করে। এলাকার বিভিন্ন শিল্প …
হলদিয়া জয়নগর এলাকায় মাস্টার হিসেবেই পরিচিত। দারিদ্র্যে মধ্যেই জেদ নিয়ে পড়াশোনা করেছেন সেই তাগিদ থেকেই নিজের কর্মক্ষেত্র হলদিয়া জয়নগর স্কুলের অন্যান্য শিক্ষকদের সহযোগিতা কয়েক বছর আগেই নিজে তৈরি করে। এলাকার বিভিন্ন শিল্প সংস্থার আর্থিক সহযোগিতায় এই বুক ব্যাংক থেকে পাঠ্যপুস্তক দেওয়া হয়। এলাকার দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য মূল উদ্যোক্তা ইংরেজি শিক্ষক কানাই মহন্ত।
'শিক্ষারত্ন' পুরস্কারে প্রাপ্ত আর্থিক মূল্য ২৫,০০০/(পঁচিশ হাজার) টাকা বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক তথা দায়ীত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী নিখিল চন্দ্র সাহু মহাশয়ের হাতে চেক তুলে দেন। নিখিল বাবু বলেন কানাই বাবু তার পুরস্কারের অর্থ স্কুলের বুক ব্যাংকে দান করে তার মহৎ হৃদয়ের পরিচয় দিয়ে ছেন। এতে উপকৃত হবে দরিদ্র ছাত্রছাত্রীরা।কানাই মহন্ত বলেন আমার স্বপ্নের বুক ব্যাঙ্কে জন্য কিছু করতে পারলাম সে জন্য আমি আনন্দিত।
No comments