পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা বাজার সংলগ্ন বিভিন্ন ফাস্টফুড ও বিরিয়ানি স্টলে হানা দেন শুক্রবার জেলা ফুড দপ্তর।পুজোর আগে ফাস্টফুড সেন্টারগুলো যাতে ভালো গুণমান খাওয়ার দব্য সরবরাহ করে তারই জন্যে হানা বলে জানান ফুড দ…
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদা বাজার সংলগ্ন বিভিন্ন ফাস্টফুড ও বিরিয়ানি স্টলে হানা দেন শুক্রবার জেলা ফুড দপ্তর।পুজোর আগে ফাস্টফুড সেন্টারগুলো যাতে ভালো গুণমান খাওয়ার দব্য সরবরাহ করে তারই জন্যে হানা বলে জানান ফুড দপ্তরের আধিকারিক মেনু কুন্ডু।কিন্তু মেচেদা এক ফুড সেন্টারে ঢুকতেই অন্যরকম ছবি দিখলেন আধিকারিক যা দেখে তার চক্ষু চড়কগাছ।তিনি লক্ষ করেন ওই ফুড সেন্টারের একজন কর্মী ফ্রিজ থেকে বের করছেন একের পর এক এক্সপায়ার হয়ে যাওয়া দ্রব্য।ফুড দপ্তরের আধিকারিক প্রশ্ন করেন আপনারা এক্সপায়ার জিনিস পত্র কেন দিচ্ছেন?ঠিক সেই সময় আধিকারিকদের সাথে তর্ক বিতর্ক করতে থাকে ওই ফাস্টফুড সেন্টার এর কর্মচারীরা। এরপর ফাস্টফুড সেন্টার থেকে বের হতেই পূর্ব মেদিনীপুর জেলা
ইনফোর্সমেন্ট ইন্সপেক্টার কে হেনস্তা করেন ও ফাস্টফুডের কর্মীরা। এরপর ফুড দপ্তর এবং ইনফোর্সমেন্ট ইন্সপেক্টার কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেন।ফুড আধিকারিক মেনু কুন্ডু বলেন-"পূজোর আগে আমরা দেখে নিচ্ছি সমস্ত ফাস্টফুড দোকানগুলো ভালো গুনগত মানের খাবার পরিবেশন করছেন কিনা।আজ সেই জন্যই আমাদের এই ঘুরে দেখা।অনেকেই ঠিকঠাক মেনটেন্ট করছে ওনেকে করছে না। যারা করছে না তাদের সময় দিলাম।অভিযান পূজোর সময় চলবে।পরবর্তী সময় আবার যখন আসবো তখন যদি এই ভূল গুলো দেখি তাহলে অবশ্যই ওনাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে"
No comments