Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মুখ‍্যমন্ত্রী মমতা বন্ধোপাধ‍্যায় নবান্ন থেকে ভার্চুয়ালের সভার মধ‍্য দিয়ে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার প্রতাপপুরে পূজা কমিটির পূজো উদ্বোধন করলেন

করণা আবহে দুর্গাপুজোর রেস স্বাভাবিকভাবেই এই বছর কিছুটা  হলেও কম, মানুষ আতঙ্কের কারণে বাড়ি থেকে বেরোতে চায় না কিন্তু তা বলে কি দূর্গা পুজা থেমে থাকে?গত বছরের মতো জাঁকজমকপূর্ণ দুর্গাপূজার না হলেও ছোট করে দুর্গাপূজা হচ্ছে, স্বাস্থ…

 






করণা আবহে দুর্গাপুজোর রেস স্বাভাবিকভাবেই এই বছর কিছুটা  হলেও কম, মানুষ আতঙ্কের কারণে বাড়ি থেকে বেরোতে চায় না কিন্তু তা বলে কি দূর্গা পুজা থেমে থাকে?গত বছরের মতো জাঁকজমকপূর্ণ দুর্গাপূজার না হলেও ছোট করে দুর্গাপূজা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনেই হবে এই পুজো, এই বছর দুর্গাপুজোর উদ্বোধনে ভার্চুয়াল  ভাবে  এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।পূর্ব মেদিনীপুর জেলার আটটি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পাঁশকুড়া ব্লক এ সর্বমোট ৭৪টি দুর্গাপূজা হয় ,এই ৭৪ টি পূজা কমিটির মধ্যে থেকে এবছর নিজের হাতে উদ্বোধনের জন্য বেছে নিলেন প্রতাপপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে।এই ভাচুয়াল সভাকে সমর্থন জানিয়ে প্রতাপপুর সার্বজনীন  দূগোৎসব কমিটিতে যোগদান করেন প্রশাশনীক কর্তারা। উপস্থিত ছিলেন ডি এস পি হেটকোয়াটার,তমলুক মহকুমা  শাষক কৌশিকব্রত দে,পাঁশকুড়া বিডিও ধেনধূপ ভূটিয়া,পাঁশকুড়া ওসি অজয় কুমার মিশ্র,সহ অনান‍্য প্রশাসনিক কর্তারা।প্রতাপপুর সার্বজনীন পূজা কমিটিতে সভাপতিত্ব করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র ,তিনি জানান যে মুখ্যমন্ত্রী নিজের হাতে এই পুজো উদ্বোধন করবেন, যা তার কাছে একটি বড় পাওয়া এবং পাঁশকুড়া বাসীদের কাছই একটি অত্যন্ত খুশির খবর।পাঁশকুড়ার এতগুলো পুজো কমিটির মধ্যে তাদের পুজো মুখ্যমন্ত্রী নিজে হাতে উদ্বোধন করবেন, যা অত্যন্ত গর্বের বিষয়।


No comments