পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কাঁকটিয়া গ্রামের যুবক গোপাল বর্মনের ঝুলন্ত দেহ পাওয়া যায়।পরিবার সূত্রে জানা যায় গোপাল বর্মন ডুমরা গ্রামে গ্রাম কমিটির একটি খাল মাছ ধরার জন্য চার মাসের লিজ নেই। গ্রাম কমিটির সঙ্গে এগারো লক্ষ পঞ্…
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কাঁকটিয়া গ্রামের যুবক গোপাল বর্মনের ঝুলন্ত দেহ পাওয়া যায়।পরিবার সূত্রে জানা যায় গোপাল বর্মন ডুমরা গ্রামে গ্রাম কমিটির একটি খাল মাছ ধরার জন্য চার মাসের লিজ নেই। গ্রাম কমিটির সঙ্গে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার চুক্তি হয়। সেই চুক্তি মতো গোপাল বর্মন দশ লক্ষ টাকা দিয়েও দেই। বাকি দেড় লক্ষ টাকার জন্য গ্রাম কমিটি চাপ দিতে থাকে। এমন কি ওই ডুমরা গ্রামে সালিশি সভা বসায়। সেই সালিশি সবাই গোপাল কে বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। শুক্রবার সকালে গোপাল এর ঝুলন্ত দেহ দেখতে পাই ওই ডুমরা গ্রামে খালের পাশে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। পরিবার এর লোকের অভিযোগ গ্রাম কমিটির সভায় গোপাল কে বকেয়া টাকার চাপ দেওয়া হয় তার পরেও গোপাল বর্মন আত্মহত্যা করতে বাধ্য হয়। তবে গ্রাম কমিটির তরফে এই অভিযোগ অস্বীকার করেছে। গ্রাম কমিটির বক্তব্য-" বকেয়া টাকা না দিয়ে দিনের পর দিন অতিক্রান্ত করছিলো গোপাল।"তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতাল এ ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও মৃতের পরিবারের তরফে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয়নি।
No comments