পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদাতে ভারতীয় মজুদ ট্রেড ইউনিয়নের সভাপতি কাজল আলীর নেতৃত্বে হলদিয়া বিধানসভায় দায়িত্ব নতুন ভাবে তুলে দিলেন মিলন বর্মন কে।তাই আজ কাজল আলী ফুলের স্তবক দিয়ে সম্মান জানিয়ে, মিষ্টিমু…
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছেদাতে ভারতীয় মজুদ ট্রেড ইউনিয়নের সভাপতি কাজল আলীর নেতৃত্বে হলদিয়া বিধানসভায় দায়িত্ব নতুন ভাবে তুলে দিলেন মিলন বর্মন কে।তাই আজ কাজল আলী ফুলের স্তবক দিয়ে সম্মান জানিয়ে, মিষ্টিমুখ কোরিয়ে অভিনন্দন জানানো হয় ,ও দায়িত্বপ্রাপ্ত সার্টিফিকেট তুলে দিলেন মিলন বর্মন এর হাতে।সভাপতি কাজল আলী বলেন -"এই সংগঠনের চিন্তাভাবনা বেশ কয়েকদিন ধরেই হয়েছিল তা সম্পন্ন হল, এবং আজ বিভিন্ন দল থেকে আসা কর্মী এই সংগঠনে যুক্ত হলেন।"
No comments