বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের বগডহরা গ্রামে মেডিকেলে দুই কৃতি ছাত্র পড়ার সুযোগ পেয়েছেন। দুই ছাত্র আমিরুল শাহ ও শাহিল হোসেন রহমান মণ্ডল কে আইমা সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন সাহেবের নির্দেশে আ…
বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের বগডহরা গ্রামে মেডিকেলে দুই কৃতি ছাত্র পড়ার সুযোগ পেয়েছেন। দুই ছাত্র আমিরুল শাহ ও শাহিল হোসেন রহমান মণ্ডল কে আইমা সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন সাহেবের নির্দেশে আজ আইমা বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো।
উপস্থিত ছিলেন আইমা বাঁকুড়া জেলা সম্পাদক সাহেদ পাহলোয়ান, বিষ্ণুপুর ব্লক সভাপতি সাইফুদ্দিন মন্ডল,সম্পাদক মাতবর সেখ,সহ সভাপতি সেলিম খাঁন,মাসুদ সেখ,আলতাব মন্ডল,জিয়ারুল মল্লিক,সাদ্দাম খাঁন প্রমুখ।
No comments