Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাসায়নিক সার নয় জৈবসারে গুরুত্ব দিতে হবে বললেন সমাজসেবী ছবি লাল পাল

কৃষি উন্নয়ন করতে সেমিনার নয় চাই কঠোর পরিশ্রম।। বিশ্ব তথা ভারতের বর্তমান কঠিনতম সময়ে চলছে, করোনা অতিমারির প্রকোপ এ। বেঁচে থাকতে হলে আলোচনা সভা নয়, প্রয়োজন ব্যবহারিক প্রয়োগ অভিযান। দৃষ্টান্ত হিসেবে ইতিমধ্যে সমাজ কর্মী ছবিলাল …

 




কৃষি উন্নয়ন করতে সেমিনার নয় চাই কঠোর পরিশ্রম।। বিশ্ব তথা ভারতের বর্তমান কঠিনতম সময়ে চলছে, করোনা অতিমারির প্রকোপ এ। বেঁচে থাকতে হলে আলোচনা সভা নয়, প্রয়োজন ব্যবহারিক প্রয়োগ অভিযান। দৃষ্টান্ত হিসেবে ইতিমধ্যে সমাজ কর্মী ছবিলাল পাল ও অমলেশ বক্সী মহোদয় নিজ পৈতৃক সম্পত্তিতে জৈব পদ্ধতিতে চাষ আবাদ করতে ঐকান্তিক উদ্যোগ গ্ৰহন করেছেন যা বিরল দৃষ্টান্ত। দীর্ঘ সময় ধরে আগাছা পরিষ্কার করে পুকুরে মাছ চাষ করতে পরিকল্পনা নিয়েছেন। নাবাড, ব্লক কৃষি আধিকারিক, জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের নন্দকুমার, কৃষি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয় এর সহিত সমন্বয় সাধন করে চলেছেন। আগামী দিনে অরাজনৈতিক সংগঠন হিসেবে পদক্ষেপ গ্রহণ করতে ইচ্ছুক। অর্গানিক পদ্ধতিতে একটি কৃষি ফার্ম করতে চান। সরকারের অধীনে যে প্রান্তিক কৃষকগন আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কল্যাণ মুলক পরিষেবা আছে এবং তার সুফল পাওয়া যাবে কিভাবে সে বিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ সচেতনতা শিবির করছেন। কৃষকদের এখন করনীয় কি তাও জানতে কি কি প্রস্তুতি রাখবেন পরামর্শ দিচ্ছেন। আত্মনির্ভরশীল হতে ‌কৃষি একমাত্র অবলম্বন এটাই স্বাভাবিক পথ। এলাকায় যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কৃষকদের সৃজনশীল প্রতিভা বিকাশে আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করছেন, কারন ইচ্ছা শক্তির বিকাশ না ঘটিয়ে দরিদ্র কৃষক শ্রমিক হিসেবে অনুদান প্যাকেজ করতে সচেষ্ট কেন হবে? প্রতিটি গ্ৰামীন এলাকায় কৃষক পরিবারের যতটা জায়গা আছে যেখানে চেষ্টা করতে হবে, চাষ করা অসম্মান এর কাজ এই ভাবনা দুর করতে হবে। গ্ৰামীন এলাকায় সাধারণ অসহায় দুঃস্থ প্রান্তিক কৃষকগনের পাশে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করতে যোগ্যতম ব্যক্তিত্ববান মানুষের সহিত যোগাযোগ করে চলেছেন।

No comments