Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ, সবাই বেকসুর খালাস

অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করল আদালত। বাবরি ধ্বংস মামলায় ৩২ জনকেই বেকসুর খালাস করা হল। ২৮ বছরের অপেক্ষার অবসান, আজই বাবরি মসজিদ ধ্বংসের রায় আদালতের। বাবরি মামলায় দু-হাজার পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারপতি বীরেন্দ্র যাবদ। ব…

 





অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করল আদালত। বাবরি ধ্বংস মামলায় ৩২ জনকেই বেকসুর খালাস করা হল। ২৮ বছরের অপেক্ষার অবসান, আজই বাবরি মসজিদ ধ্বংসের রায় আদালতের। বাবরি মামলায় দু-হাজার পাতার রায় পড়ে শোনাচ্ছেন বিচারপতি বীরেন্দ্র যাবদ। বুধবার অভিযুক্ত ৩২ জনই হাজির রয়েছেন।  ভিডিয়ো কনফারেন্সে হাজিরা উমা ভারতীর, রয়েছেন আডবাণী, মুরলীও। আদালতে উপস্থিত বিনয় কাটিয়ার, চম্পত রাই, জয় ভগবান গোয়েল-সহ মোট ২৬ জন


আদালতে রায় দান চলছে.... রইল এক নজরে


বাবরি ধ্বংস পূর্বপরিকল্পিত নয়।

এটি আচমকা একটি ঘটনা।

অভিযুক্ত নেতারা ভিড়টিকে থামানোরই চেষ্টা করেছিল।

ফটোগ্রাফিক এভিডেন্স আদালত গ্রাহ্য প্রমাণ নয়।

বাবরি ধ্বংসের মামলায় বেকসুর আডবাণী-সহ সকলেই।

আডবাণী, মুরলির কোনও দোষই দেখল না আদালত।

আডবাণী, ঊমা ভারতী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, বিনয় কাটিয়ার, নৃত্যগোপাল দাস, চম্পত রাই, সাধ্বী ঋতম্ভরা, সাক্ষী মহারাজ অভিযুক্ত নন।

এই ঘটনার প্রেক্ষিতে কারও বিরুদ্ধে কোনও জোরাল প্রমাণ নেই।


No comments