Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুঃস্থ ও অসহায় ২০০ জন পরিবারের হাতে ভাজাচাউলি গ্ৰাম পঞ্চায়েত ও কাজলা জন কল্যান , যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দিলেন

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/etH5xzf7bMgকাঁথি ৩ ব্লকের ভাজাচাউলি গ্ৰাম পঞ্চায়েত ও কাজলা জন কল্যান , যৌথ উদ্যোগে আমফান ও করোনা ভাইরাস পরিস্থিতিতে  দুঃস্থ ও অসহায় ২০০ জন পরিবারের হাতে ফুট পেকেছে ও তিপল,কম্বল, মশারী তুল…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/etH5xzf7bMg

কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলি গ্ৰাম পঞ্চায়েত ও কাজলা জন কল্যান , যৌথ উদ্যোগে আমফান ও করোনা ভাইরাস পরিস্থিতিতে  দুঃস্থ ও অসহায় ২০০ জন পরিবারের হাতে ফুট পেকেছে ও তিপল,কম্বল, মশারী তুলে দিলেন। উপস্থিত ছিলেন কাঁথি ৩ ব্লকের সহসভাপতি বিকাশ বেজ।মারিশদা থানার ওসি অমিত দেব, ভাজাচাউলি অঞ্চলের প্রধান স্বপন বাগ, উপপ্রধান নিল কুমার ঘোড়াই। তুলে দেওয়া হয় ভাজাচাউলি অঞ্চলে। ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ৩০ সেপ্টেম্বর ২০২০ সকাল ১০ টায়  কাজলা জনকল্যান সমিতি ও ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আম্ফান বিপর্যয় ও কোভিড-১৯ এর জন্য প্রায় ২০০ টি দুঃস্থ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী,ত্রিপল,কম্বল ও মশারী  প্রদান করা হয়।দৃষ্টান্ত স্থাপনকারী এই বিতরন সভার সভাপতিত্ব করেন ভাজাচাউলি অঞ্চল প্রধান মাননীয় শ্রীযুত স্বপন বাগ মহাশয়,এই কর্মযোজ্ঞ মাত্রাতিরিক্ত গুরুত্ব লাভ করে প্রধান অতিথি হিসেবে সবার অনুপ্রেরনা,উদ্দীপনা শ্রীযুত বিকাশ চন্দ্র বেজ মহাশয়ের উপস্থিতিতে।এই বিতরন সভা সাফল্য মন্ডিত করেন সম্মানীয়  অতিথি জনকল্যান সমিতির সম্পাদক শ্রীযুত স্বপন পণ্ডা, মারিশদা থানার O.C অমিত দেব মহাশয়,ভাজাচাউলি অঞ্চল  উপপ্রধান নীলকমল ঘোড়াই সহ অন্যান্য নেতৃবৃন্দ।

No comments