পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মাধাখালি তে একটি বেসরকারি নার্সিংহোম এ ভুল চিকিৎসায় মৃত ভূপতিনগর থানার ভসলাগেরিয়া গ্রামের নারায়ান গিরি পেটে পাথর আছে সেই জন্য গতকাল বিকেলে ভর্তি হয়। রাত্রি তে ওই নার্সিংহোম এ চিকিৎসকরা অপার…
পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার মাধাখালি তে একটি বেসরকারি নার্সিংহোম এ ভুল চিকিৎসায় মৃত ভূপতিনগর থানার ভসলাগেরিয়া গ্রামের নারায়ান গিরি পেটে পাথর আছে সেই জন্য গতকাল বিকেলে ভর্তি হয়। রাত্রি তে ওই নার্সিংহোম এ চিকিৎসকরা অপারেশন করে। কিছুক্ষন পরেই রুগীর মৃত্যু হয়। নার্সিংহোম কর্তপক্ষ। জোর করে রুগীর অবস্থা আশঙ্কাজনক বলে রুগীর পরিবার এর লোকদের রুগী কে অন্যাজাইগায় রেফার করে। তার পরে অ্যাম্বুলেন্স করে প্রথমে তমলুক তমলুক এ কথাও ভর্তি না নেওয়াই পরে কলকাতা নিয়ে গেলে বলে রুগী অনেক আগেই মারা গেছে। পরিবার এর লোকজন মৃত দেহ নিয়ে গিয়ে আজ নার্সিংহোম তালা মেরে বিক্ষোভ দেক্ষাছে। ঘটনা স্থলে ভূপতিনগর থানার পুলিশ বাহিনী। তবে নার্সিংহোম কর্টিপক্ষ এই বিষয় এ কিছুই বলতে চাননি। এই রুগী মৃত্যু ঘটনায় রুগীর আন্তিয়রা পথ অবরোধ করে ।জার জেরে বেপক যানজট এর সৃষ্টি হয়।
No comments