সেক আনোয়ার হোসেন ঃ কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল । সুতাহাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে- সুতাহাটা ব্লকের প্রাক্তন যুব সভাপতি দিয়ানত আলি মল্লা নেতৃত্বে, ৪ নং হোড়খালী অঞ্চলের পার্বতীপুর বাজারে,বিজেপি সি পি এ…
সেক আনোয়ার হোসেন ঃ কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল । সুতাহাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে- সুতাহাটা ব্লকের প্রাক্তন যুব সভাপতি দিয়ানত আলি মল্লা নেতৃত্বে, ৪ নং হোড়খালী অঞ্চলের পার্বতীপুর বাজারে,
বিজেপি সি পি এম সহ কংগ্রেসের থেকে ১৫০ কর্মী সমর্থকেরা যোগ দান করে তৃণমূলে ,তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তূনমূল যুব কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি পার্থ সারথী মাইতি ,সারা ব্লক জুড়ে
কয়েকশো কর্মী সমর্থকরা এই সভায় উপস্থিত ছিলেন, পার্থ বাবু বলেন সারা সপ্তাহ ধরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধিতক্কার মিছিল চলছে বাংলা কে বঞ্চনা করা জন্য।
এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া ব্লকের প্রাক্তন যুব সভাপতি অর্নব দেব নাথ,হোড়খালী অঞ্চলের যুব নেতৃত্ব গন সহ বিভিন্ন ব্লকের যুব নেতা বৃন্দ,
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/S1kGwl4Invg
No comments