করোনার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, হয়তো ধীরে ধীরে মানবসভ্যতার মধ্য থেকে একদিন বিলীন হয়ে আবার পুরোনো ছন্দে ফিরবে নতুন পৃথিবী, তবে তা কবে কেউ জানে না। তবু কি থেমে থাকে ভবিষ্যত ? প্রতিটা বাঙালির মনেপ্রানে একটাই চিন্তা পুজোর নির্ঘ…
করোনার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, হয়তো ধীরে ধীরে মানবসভ্যতার মধ্য থেকে একদিন বিলীন হয়ে আবার পুরোনো ছন্দে ফিরবে নতুন পৃথিবী, তবে তা কবে কেউ জানে না। তবু কি থেমে থাকে ভবিষ্যত ? প্রতিটা বাঙালির মনেপ্রানে একটাই চিন্তা পুজোর নির্ঘণ্ট বেজে গিয়েছে, তবে সেই পুজোমন্ডপ, থিম প্রতিমা দেখার ভিড় আদৌ কি জমবে প্রতিটা প্যান্ডেলে ? তবে ত্রিনয়নী রুদ্ররুপিনী দশভুজা দেবী দুর্গতিনাশিনী আসছেন মর্তে। তাঁরই নিদর্শন যেন এই খুঁটি পুজোর প্রস্তুতিপর্ব।
কিন্তু সব রকম বাধা বিপত্তি কাটিয়ে সরকারি নির্দেশ মেনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই মহালায়া পিতৃপক্ষের শেষ মাতৃ পক্ষের শুভ সূচনা। তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া চৌরঙ্গী মোড় পুজো সমিতি উদ্যোক্তারা খুঁটি পূজা সেরে নিলেন। কমিটির উদ্যোক্তারা জানান যে করোনা মহামারীর কারণে এবছরের পুজোর বাজেট কম। নিয়মনিষ্ঠা মেনে হবে পুজো। পুজো আসছে কিন্তু আগের মত নয় । সংক্রমণের ভয়ের মধ্যে পূজার্চনা করব। আমরা চেষ্টা করব যাতে দূরত্ব বজায় রেখে এবং সরকারি সমস্ত বিধি নির্দেশ মেনে পূজার্চনা করার।
No comments