ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Hnk_CLoSLhMগতকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে ছিল তৃণমূলের অন্দরমহল। নন্দীগ্রাম কেন্দেমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনসুরা বিবি কে আম্ফানের ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে পদত…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Hnk_CLoSLhM
গতকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে ছিল তৃণমূলের অন্দরমহল। নন্দীগ্রাম কেন্দেমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান মুনসুরা বিবি কে আম্ফানের ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব ।পরে উপপ্রধানকে প্রধানের দায়িত্ব দেয়া হয়েছিল। আজ পুনরায় সেই নির্বাচন খামবন্দী নামের তালিকা আসতেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে বেলা বারোটার সময় ঘোষিত হল। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে প্রধানের নাম প্রকাশ করা হয়। পুনরায় দলের সিদ্ধান্ত অনুযায়ী নন্দীগ্রাম গ্রাম কেন্দ্রে মারী পঞ্চায়েতের প্রধান মুনসুরা বিবি পূর্ণ নির্বাচিত হলেন। পুনরায় নির্বাচিত হয়ে প্রধান বলেন দল সিদ্ধান্ত নিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব ।আমার নামে মিথ্যা অভিযোগ এনেছিলেন। পার্টি তদন্ত করেছেন। আমি নির্দোষ প্রমাণিত হয়েছি বলেই আমাকে পুনরায় মানুষের কাজ করা দায়িত্ব দিয়েছেন মা মাটি মানুষের সরকার।
আজকের এই নির্বাচনকে ঘিরে এই এলাকায় ১৪৪ জারি করা হয়েছিল। বিপুল পুলিশের উপস্থিতিতে আজ পুনরায় নির্বাচিত হলেন নন্দীগ্রাম কেঁদে মারী গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ যদিও ভোটাভুটি হওয়ার কথা ছিল কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খামে নাম যা প্রকাশিত হয়েছে সকল সদস্যরা এক বাক্যে মেনে নিলে তাই নির্বাচন নয়। দলীয় সিদ্ধান্তকেই কার্যকরী করা হলো।
No comments