পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হলো রবিবার নিমতৌড়ীতে কর্মচারী ভবনে।আশা কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।করোনা ভাইরাসের ভয়াবহ আতঙ্কের মধ্যে মানুষ যখন দীনযাপন করছেন সরকারি নিয়মকানুন মেনেই।
আতঙ্ক কাটিয়ে ধীরে ধী…
পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হলো রবিবার নিমতৌড়ীতে কর্মচারী ভবনে।আশা কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।করোনা ভাইরাসের ভয়াবহ আতঙ্কের মধ্যে মানুষ যখন দীনযাপন করছেন সরকারি নিয়মকানুন মেনেই।
আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি কাজকর্ম চলছে। সেই নিয়ম মেনে এই মহূর্তে করোনার ভাইরাসে মোকাবেলায় মূল যোদ্ধা হিসেবে সামনের সারিতে কাজ করছে ।
সেই আশাকর্মীদের সংগঠনের সাধারণ সভা হল। সামাজিক দূরত্ব বজায় রেখে। সাধারণ সভায় উপস্থিত ছিলেন - জেলা কমিটির সদস্য সঞ্জীব মাইতি,অসিত মন্ডল,অলোক বর্মন,শ্যামল পট্টোনায়ক (সম্পাদক জেলা ফেডারেশন)।পঃবঃ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশন এর সহযোগী সংগঠনের নূতন কমিটির তালিকা প্রস্তুত করা হল আজ, নির্বাচিত হয় জ্যোৎস্না দাস,সম্পািদকা-মধুমিতা ভূঁইয়া,কোষাধ্যক্ষ - কবিতা সৎপতি।
No comments