Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় সরকারের কৃষি বিল পাশ করানোর বিরুদ্ধে ফতেপুর বুথে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/BOsu_t3CGXsসেক  আনোয়ার হোসেন ঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ ক্রমে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল পাশ  করানোর বিরুদ্ধে আজ ফতেপুর 87 নং বুথ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছি…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/BOsu_t3CGXs

সেক  আনোয়ার হোসেন ঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ ক্রমে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল পাশ  করানোর বিরুদ্ধে আজ ফতেপুর 87 নং বুথ সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করে। এই সভায়  পঞ্চায়েত সদস্য সেক আবুল হাসান বলেন কেন্দ্র সরকার যে ভাবে একেরপর এক বিল পাশ করছে তাতে সাধারণ মানুষ থেকে মধ্য বিত্ত সহ কৃষক দের  পথে বসিয়ে দিচ্ছে, সধারন মানুষের ও কৃষক দের  সাথে তৃণমূল কংগ্রেস আছে থাকবে  তাই আমাদের সভানেত্রী মমতা ব্যানার্জি এই অগণতান্ত্রিক বিলকে সমর্থন করেনা  আমরাও মানছি না, ব্লক নেতৃত্ব সেক হাসিবুর রহমান বলেন বিজেপি সরকার একটি নিকম্য সরকার, এই সরকার শিল্প পতি দের হাতের মোঙাই পরিনত হয়েছে , শিল্প পতি দের স্বার্থে বিল পাশ করছে, সাধারণ শ্রমিক শ্রেণী থেকে কৃষক দের আত্মে আঘাত হানছে এই সরকার। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কে বিক্রি করছে, ডাল চাল আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রিক কে অপরিহার্য নয় বলে ঘোষণা করছে ফলে সারা দেশে জুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে,অবিলম্বে প্রধান মন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে দাবি যানান।


No comments