Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মূখ‍্যমন্ত্রী মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করার পর হলদিয়া ব্লকের সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/5N1m2zHpt_s
ব্রাহ্মণদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই খবর পেয়ে খুশি হয়ে পূর্ব মেদিনীপুর হলদিয়া ব্লকের বাড় উত্তর হিংলী অঞ্চল সনাতন ব্রা…

 


ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/5N1m2zHpt_s


ব্রাহ্মণদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই খবর পেয়ে খুশি হয়ে পূর্ব মেদিনীপুর হলদিয়া ব্লকের বাড় উত্তর হিংলী অঞ্চল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল রবিবার।এদিন শোভাযাত্রা কালীর বাজার মদন চাঁদ মন্দির থেকে শুরু হয়ে গোটা ব্লক পরিভ্রমণ করে দক্ষিণ চক শিতলা মন্দির প্রাঙ্গণে সামনে এসে শেষ হয়।


এদিনের মিছিলে ছিলেন ব্রাহ্মণ ট্রাস্টের জেলার কমিটির সদস্য শ্রীমন্ত মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল কমিটির সভাপতি পূর্ণ চন্দ্র মিশ্র,সুকেশ সান্ধকী, শংকর অধিকারী, সুদর্শন রাজ, জলধর মিশ্র, জন্মেঞ্জয় সান্ধকী, কেশব চন্দ্র চক্রবর্তী, অলক চক্রবর্তী,

সনৎ উদাসিনী, নারায়ন উত্থাশিনী, দেব শংকর পতি, অনুপম উত্থাশিনী, সুদর্শন অধিকারী, চন্দন সান্ধকী, নবকুমার সান্ধকী, তাপস অধিকারী,

 এছাড়া হলদিয়া ব্লকের সভাপতি গোপাল উত্থাশিনী, কেশব চন্দ্র চক্রবর্তী এবং সম্পাদক সত্যরঞ্জন সান্ধকী, ভীমচরন উত্থাশিনী প্রমূখ।

 শ্রী মিশ্র বলেন-"কয়েক বছর ধরে আমাদের আন্দোলনের ফলে আজ সুফল মিলেছে। আমাদের মূলত দাবি ছিল যে ব্রাহ্মণদের মহার্ঘভাতা দিতে হবে। এবং গরীব দুস্থ ব্রাহ্মণদের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সেই মত আজ মুখ্যমন্ত্রী ৮০০০ ব্রাহ্মণদের মাসিক ১০০০ করে বিশেষ ভাতার ঘোষণা করেন এবং ব্রাহ্মণদের বাড়ি রাজ্য সরকার করে দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।এতে আমরা আনন্দিত উৎসাহিত। আমরা ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী ও রাজ্যের মন্ত্রী রাজীব ব্যানার্জি কে। কখনো রাজপথে কখনো জেলা স্তরে আমরা মিছিল মিটিং করে বারবার আমরা  আবেদন করেছি। এতদিনের আমাদের জয় মিলেছে। যদিও বিজেপি নেতা প্রদীপ বিজলী  প্রতিক্রিয়া যে সামনে বিধানসভা ভোট আর ভোট রাজনীতির করার জন্য মুখ্যমন্ত্রীর এই ঘোষণা। সবমিলিয়ে বিধানসভার যত এগিয়ে আসছে আর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দুর্গা পুজো আর কয়েকদিন বাকি ।পুজোর আগেই ব্রাহ্মণদের বিশেষ ভাতার ঘোষণা করার পরেই ব্রাহ্মণদের উৎসাহিত চোখে পড়ার মতো।"


No comments