আজ বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস।দ্বিশত বর্ষ পেরিয়ে এবার ২০১ তম বর্ষে পদার্পন করলো বর্ণপরিচয় স্রষ্টার।আর সেই উপলক্ষে শনিবার পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক শাখার তমলুক এর বিভাগীয় সংগঠন সদস্যবৃন্দের উদ্যোগে যথাযোগ্য মর্যাদ…
আজ বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস।দ্বিশত বর্ষ পেরিয়ে এবার ২০১ তম বর্ষে পদার্পন করলো বর্ণপরিচয় স্রষ্টার।আর সেই উপলক্ষে শনিবার পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক শাখার তমলুক এর বিভাগীয় সংগঠন সদস্যবৃন্দের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো মহান পন্ডিত মেদিনীপুরের সিংহশিশু বিদ্যাসাগরের।এদিন প্রথমে বিদ্যাসাগরের মূর্ত্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। উপস্থিত ছিলেন আমিনুল হাসান ( ডিআই সেকেন্ডারি স্কুল) সংঘমিত্র মাকুল ( ডি আই স্কুল প্রাইমারি ) বিমানবিহারী জানা (জেলা ইউনিট সম্পাদক) শ্যামল পট্টনায়েক (জেলা কমিটির সম্পাদক) সুজয় পন্ডা, জামশেদ খান, অনুপ ভট্টাচার্য প্রমূখ।
No comments