Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী ! নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দুর্গারানী দে

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/WAxgtmMd1NUশিক্ষিকা দুর্গারানী দে, শিক্ষারত্ন, শিক্ষা দপ্তর ,পশ্চিমবঙ্গ সরকার; পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী সমাপনের অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মসূচী রূপায়ন করেন, শারীর…

 




ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/WAxgtmMd1NU

শিক্ষিকা দুর্গারানী দে, শিক্ষারত্ন, শিক্ষা দপ্তর ,পশ্চিমবঙ্গ সরকার; পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবার্ষিকী সমাপনের অঙ্গ হিসাবে বিভিন্ন কর্মসূচী রূপায়ন করেন, শারীরিক দূরত্ব বৃদ্ধি কে মান্যতা দিয়ে। তার নিজের বিদ্যালয়- নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবিকা ও অভিভাবকদের মধ্যে গত 24 সেপ্টেম্বর,2020     এবং আজ 26শে সেপ্টেম্বর,2020 দুইদিন অভিভাবকদের শিক্ষা, সাক্ষরতা, ড্রপ আউট রোধ, স্বাস্থ্য সচেতনতা, সঠিক পদ্ধতিতে ঘনঘন হাত সাবান দিয়ে পরিষ্কার করা, মাস্ক ব্যবহার করা, হাঁচি কাশি হতে দূরে থাকা, সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব রক্ষা করা,আর্থিক স্বনির্ভরতা, বাল্যবিবাহ রোধ, বালিকা বিবাহ রোধ, মাদকমুক্ত সমাজ গঠন, ডেঙ্গু প্রতিরোধ  ইত্যাদি বিভিন্ন কর্মসূচি নিয়ে সামাজিক দূরত্ব রক্ষা করে কমিউনিটিকে সচেতন করার জন্য এলাকার বিভিন্ন জায়গায় ছাত্র-ছাত্রীদের বাড়ির সম্মুখস্থ স্থানে ছাত্র-ছাত্রী,অভিভাবিকা ও পরিবার পরিজনদের উপর বিসিএস আবেদন রাখেন ও সচেতন করেন। এই কর্মসূচির মূল অঙ্গ হিসাবে তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবিকা দের প্রাতঃস্মরণীয় শিক্ষা সংস্কারক শিক্ষার প্রসারক, এবং শিক্ষার সহায়ক, সমাজ সংস্কারক করুণাসাগর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি ছাত্র-ছাত্রী ও অভিভাবিকা দের প্রদান করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধের কর্মসূচি হিসেবে দুষ্টু ছাত্রী ছাত্র ছাত্রীদের অভিভাবিকা দের হাতে মশারি প্রদান করেন। সকল ছাত্র-ছাত্রী জাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সরকার নির্ধারিত স্কলার্শিপ ঐক্যশ্রী  বা pre-matric  Scholarship এর সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করতে পারে সেজন্য সকল অভিভাবিকা অভিভাবকদের সতর্কতা এবং সচেতন করেন।তাদের আর্থিক নিরাপত্তা সুস্থিত করতে সকলের ব্যাংক বই খোলার জন্য বিশেষ অভিযান গ্রহণ করেন। তার নিজের বিদ্যালয় এলাকার কাছাকাছি ব্রাডলি বার্ট হাইস্কুলের হোস্টেল প্রাঙ্গণে করুণাসাগর সূর্যসাগর শিক্ষা সংস্কারক সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী ও কর্ম উপস্থিত অভিভাবিকা ও অভিভাবকদের মধ্যে তুলে ধরেন। এজন্য তিনি অভিভাবক অভিভাবিকা দের মধ্যে একক প্রচেষ্টায় একটি বিশেষ সেমিনারের আয়োজন করেন এই সেমিনারে শিক্ষিকা দুর্গা রানী দে বক্তা হিসাবে উপস্থিত অভিভাবক অভিভাবিকা ছাত্র-ছাত্রীদের আত্মীয়স্বজনদের মধ্যে প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগরের জীবনী ও কর্ম নিয়ে মূল্যবান বিশেষ প্রেরণামূলক আলোচনা করেন। সামাজিক দূরত্ব বিধি মেনে এই কর্মসূচি নিজ বিদ্যালয় নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের  সম্মুখস্থ পাঁশকুড়া বাটলি বাট হাই স্কুলের সুবিশাল ফাঁকা হোস্টেল মাঠে, অভিভাবকদের এলাকার নিকট স্থানে, এই কর্মসূচি রূপায়ন করেন। অভিভাবক অভিভাবিকা দের মধ্যে উৎসাহ, আনন্দ ও সচেতনতা বৃদ্ধির জন্য উপস্থিত অভিভাবক অভিভাবিকা দের বিশেষ উপহার হিসাবে সকলের জন্য সাবান প্রদান কর্মসূচি গ্রহণ করেন ।সকলে যাতে সঠিকভাবে ঘনঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলাতে অভ্যস্ত হয়, মাস্ক ব্যবহার করে ,হাঁচি কাশি হতে দূরে থাকে, নাকে মুখে চোখে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর হাত দেয়- সে জন্য বিশেষভাবে সচেতন করেন ।আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি তে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক  ও  শ্রী অরবিন্দ সোসাইটি কর্তৃক জাতীয় সম্মাননা সম্মানিত শিক্ষিকা দুর্গা রানী প্রাতঃস্মরণীয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 তম জন্মবার্ষিকী সমাপ্তি কর্মসূচি এবং 2০১ তম জন্মদিবস দুইদিনব্যাপী উদযাপন করে। অভিভাবক অভিভাবিকা দের মধ্যে বিশেষ উৎসাহ প্রেরণা ও সচেতনতা সঞ্চার করেন। সকল অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ অতি উৎসাহের সঙ্গে এই কর্মসূচিতে যোগদান করেন এবং সফল করেন।


No comments