Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘুষ নেওয়ার অভিযোগ উঠলো অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে

বাড়তি পেনশন পাইয়ে দেওয়ার নাম করে কাঁথিতে  অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠছে অবর বিদ্যালয় পরিদর্শক এর বিরুদ্ধে।কাঁথি ৩ ব্লকের কাঁথি উত্তর চক্রের অফিসে আজ বাড়তি পেনশন পাওয়ার জন্য এক ফর্ম ফিলাপের আয়োজন কর…

 






বাড়তি পেনশন পাইয়ে দেওয়ার নাম করে কাঁথিতে  অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠছে অবর বিদ্যালয় পরিদর্শক এর বিরুদ্ধে।কাঁথি ৩ ব্লকের কাঁথি উত্তর চক্রের অফিসে আজ বাড়তি পেনশন পাওয়ার জন্য এক ফর্ম ফিলাপের আয়োজন করা হয়েছিল। জানা গেছে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২০১৬ সালের পরে অদ্যাবধি যে সমস্ত শিক্ষক অবসর গ্রহণ করেছেন রোপা ২০১৯ অনুযায়ী তারা বাড়তি পেনশন পাবেন। সেই উদ্দেশ্যে এই ফরম ফিলাপ। কিন্তু প্রতিটা ফরম ফিলাপ বাবদ শিক্ষকদের কাছ থেকে মাথাপিছু ১০০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠছে অবর বিদ্যালয় পরিদর্শকের বিরুদ্ধে। শিক্ষকদের কাছ থেকে জানা গেছে এই টাকা না দিলে কোন ভাবে ফরম ফিলাপ করে জেলা দপ্তরে জমা দেওয়া যাবে না। তাই আজ কুড়ি জনের বেশি শিক্ষক টাকা দিয়েই বাড়তি পেনশন পাওয়ার আশায় ফরম ফিলাপ করেছেন। এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সত্য রঞ্জন ভূইয়া বলেন, তমলুকে জেলা স্কুল দপ্তরে যাতায়াত খরচ ও খাওয়া খরচ বাবদ এই টাকা নেওয়া হচ্ছে বলে অফিস জানিয়েছে। সরকারি নিয়ম ব্যতিরেকে এই টাকা নেওয়াতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। যদিও এই অভিযোগ মানতে নারাজ অবর বিদ্যালয় পরিদর্শক সন্তু সিং। তিনি বলেন ,অফিস কর্মচারীরা কে কোথায় টাকা নিচ্ছে আমার জানা নেই। তবে এ বিষয়ে আমি দ্রুত ব্যবস্থা নেব।

No comments