Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় করোনা ভাইরাসের স্যাম্পলিং পরীক্ষা শিবির

সেক আনোয়ার হোসেন ঃ নবকুসুম বাহার ডাব সংঘের আয়োজনে- সুতাহাটা ব্লক  স্বাস্থ্য কেন্দ্র আমলাট সহ হলদিয়া মহকুমা হাসপাতালের সহ যোগীতাই covid 19 পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়, নবকুসুম বাহার ডাব সংঘের সভা গৃহে, এই সংস্থাটি দীর্ঘ 30 বছর ধরে ধ…

 





সেক আনোয়ার হোসেন ঃ নবকুসুম বাহার ডাব সংঘের আয়োজনে- সুতাহাটা ব্লক  স্বাস্থ্য কেন্দ্র আমলাট সহ হলদিয়া মহকুমা হাসপাতালের সহ যোগীতাই covid 19 পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়, নবকুসুম বাহার ডাব সংঘের সভা গৃহে, এই সংস্থাটি দীর্ঘ 30 বছর ধরে ধারাবাহিক ভাবে এলাকায় নিরবে কাজ করে চলছে।এই শিবিরে ১২০ সাধারণ মানুষ পরীক্ষা করান , সবার মধ্যে উৎসাহ ছিল  চোখে পড়ার মতো, ৪০ বৎসরের  উদ্ধে মহিলা থেকে পুরুষ মানুষের ভাগ বেশি ছিল,সংস্থার সম্পাদক অনিরুদ্ধ বেরা বলেন সকলের মধে ভয় ভীতি  কাটানো সচেতনতা বৃদ্ধি করতে  একেবারে গ্রামীণ স্তরে এই কর্ম সূচী নেওয়া , মানুষ আতঙ্কিত না হয় ,করোনা মানেই মৃত্যু বা অচ্ছুত  এই ভাবনা মানুষের মন থেকেই দূরীভূত করার লক্ষ্যে আমরা ব্রতী , সংস্থার সভাপতি শিক্ষক অসীম বাবু সকল শুভানুধ্যায়ী দের কৃতজ্ঞতা জানাই।)


No comments