বেহাল ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে তাপ্পি মারা নয়, অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কার করে পূজোর পূর্বে যাতায়াতের উপযোগী করা,ভারী লরি চলাচল নিয়ন্ত্রণ, যত শীঘ্র সম্ভব চার লেন করার দাবিতে আজ সকালে ঘাটাল-পাঁশকুড়া পরিবহন যাত্রী কমিটি'র প…
বেহাল ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে তাপ্পি মারা নয়, অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কার করে পূজোর পূর্বে যাতায়াতের উপযোগী করা,ভারী লরি চলাচল নিয়ন্ত্রণ, যত শীঘ্র সম্ভব চার লেন করার দাবিতে আজ সকালে ঘাটাল-পাঁশকুড়া পরিবহন যাত্রী কমিটি'র পক্ষ থেকে কেশাপাট বাজারে বিক্ষোভ অবস্হান ও মিছিল কর্মসূচি হয়। ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ চলে।উপস্থিত ছিলেন কমিটির পক্ষে সুজিত মাইতি,দীপঙ্কর মাইতি,জগদীশ মন্ডল অধিকারী,স্নেহলতা সাহু প্রমুখ।
যাত্রী কমিটির অভিযোগ, গত এক বছরে খানাখন্দে ভরা এই রাজ্য সড়কে ৬২জন নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে। অথচ এহেন গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য পূর্ত দপ্তরের তেমন কোনো হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না। অবিলম্বে উপরোক্ত দাবি আদায়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া না হলে কমিটি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে বলে নেতৃবৃন্দ জানান।
No comments