খড়গপুরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও বিধায়ক প্রদীপ সরকারের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির চার প্রভাবশালী নেতা। এঁরা হলেন স্থানীয় বিজেপি নেতা সজল রায়, খড়গপুর উত্তর জোনের সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়গপু…
খড়গপুরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য ও বিধায়ক প্রদীপ সরকারের উপস্থিতিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির চার প্রভাবশালী নেতা। এঁরা হলেন স্থানীয় বিজেপি নেতা সজল রায়, খড়গপুর উত্তর জোনের সভাপতি অজয় চট্টোপাধ্যায়, খড়গপুরের শ্রমিক সংগঠনের সভাপতি শৈলেন্দ্র সিং ও বিজেপি-র সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রাজদীপ গুহ বলেন। ওঁদের যোগদান খড়গপুর সদরে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরও সমৃদ্ধ আর শক্তিশালী করবে। #AITC #AllindiaTrinamoolCongress #BanglarGorboMamata
#MamataBanerje

No comments