Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা আন্দোলনের প্রথম বিপ্লবী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার

"আমি পারব না নিরীহ একটা জীবকে হত্যা করতে। কিন্তু স্বাধীনতার জন্য প্রাণ দিতেও পারব, আর প্রাণ নিতেও মোটেই মায়া হবে না "🇮🇳
এই কথা গুলি যিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, তিনি হলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিপ্লবী মহি…

 





"আমি পারব না নিরীহ একটা জীবকে হত্যা করতে। কিন্তু স্বাধীনতার জন্য প্রাণ দিতেও পারব, আর প্রাণ নিতেও মোটেই মায়া হবে না "🇮🇳


এই কথা গুলি যিনি দৃঢ়তার সঙ্গে বলেছিলেন, তিনি হলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম বিপ্লবী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, যাঁর জন্ম ১৯১১ সালের ৫ ই মে,  পিতা জগবন্ধু ওয়াদ্দেদার, মাতা প্রতিভা  দেবী। প্রীতিলতার  আত্মবলিদান  আজ থেকে ৮৮ বছর আগে আজকের দিনে ১৯৩২ সালের ২৪ শে সেপ্টেম্বর। 


ডাকনাম রাণী, ছদ্মনাম ফুলতারা, একজন বাঙালি ছিলেন, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহিদ ব্যক্তিত্ব।তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন বিসর্জন করেন। চট্টগ্রাম শহরের উত্তর দিকে পাহাড়তলি স্টেশনের কাছে ইউরোপিয়ান ক্লাব ছিলো ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র। সেই ক্লাব ১৯৩২ সালের ২৪ শে সেপ্টেম্বর, শনিবার, আক্রমণ করার সিদ্ধান্ত নেন মাস্টারদা সূর্য সেন। নেত্রী হিসাবে বেছে নেন প্রীতিলতা কে।পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের সময় তিনি ১৫ জনের একটি বিপ্লবী দল পরিচালনা করেন।এই ক্লাবটিতে একটি সাইনবোর্ড লাগানো ছিলো যাতে লেখা ছিলো "কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ"।প্রীতিলতার দলটি ক্লাবটির চারপাশ ঘিরে ফেলে আক্রমণ শুরু করেন প্রীতিলতা হুইসেল শোনামাত্র বিপ্লবীরা গুলিবর্ষণ শুরু করেন।ব্রিটিশদের সাথে প্রবল গুলিবর্ষণ ও সংঘর্ষ শুরু হয়। গুলির লড়াইয়ে এক ইংরেজ নিহত হয় আর দু পক্ষের আহত হয় অনেকে প্রীতিলতার শরীরে একটা গুলি লাগে। বেগতিক দেখে অন্য বিপ্লবীদের নেত্রী নির্দেশ দেন নিরাপদ স্থানে চলে যেতে। এরপর প্রীতিলতা কে ব্রিটিশ পুলিশ দেখতে পেয়েগেলে সঙ্গে সঙ্গে পটাসিয়াম সায়নাইড খেয়ে সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যান। মাত্র ২১ বছর বয়সে দেশের সেবায় নিজের প্রাণ বিসর্জন দিয়ে স্বাধীনতা আন্দোলন কে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বা তরান্বিত করেছিলেন । প্রীতিলতা ওয়াদ্দেদার প্রথম মহিলা বিপ্লবী শহীদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজীবন।

জয়হিন্দ 

বন্দেমাতরম 

প্রীতিলতা অমর রহে... 🧡🤍💚🇮🇳


No comments