ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/RwBFzigO4Loসেক আনোয়ার হোসেন ঃ হোড়খালী অঞ্চলের দ্বিবার্ষিক বর্ষ পূর্তি উদযাপন সেই সঙ্গে করোনা যোদ্ধা আশা কর্মী কে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ফতেপুর 87 নং বুথে,পঞ্চায়েত সদস্য সেক আবুল হা…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/RwBFzigO4Lo
সেক আনোয়ার হোসেন ঃ হোড়খালী অঞ্চলের দ্বিবার্ষিক বর্ষ পূর্তি উদযাপন সেই সঙ্গে করোনা যোদ্ধা আশা কর্মী কে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল ফতেপুর 87 নং বুথে,পঞ্চায়েত সদস্য সেক আবুল হাসানের উদ্যেগে।
এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন গ্রামের পঞ্চায়েত সদস্য সদস্যা সহ সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ী গন, সংক্ষেপে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবী তথা এই হোড়খালী অঞ্চলের সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শিক্ষক শ্যামা পদ পাত্র মহাশয় তিনি বলেন আমাদের সরকার সর্ব স্তরের মানুষের সঙ্গে নিবিড় জন সংযোগ রেখে দলীয় রঙ না দেখে সকল মানুষের সার্বিক উন্নয়নের কাজ করে চলছে যাতে এই কর্ম প্রয়াস কে ত্বারানিত করতে আপনারাই আবার আশীর্বাদ করবেন এই কামনা করেন জনগণের কাছে, পঞ্চায়েত সদস্য সেক আবুল হাসান বলেন আমরা আপ্লুত আনন্দিত মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি উন্নয়নের কর্ম কান্ডে সামিল হতে পেরে।তিনি বলেন এই এলাকায় সার্বিক সমস্যা গুলি দ্রুত মেটানোর চেষ্টা চলছে জেলা পরিষদের সদস্য আনন্দময় অধিকারী ও সুতাহাটা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া আঞ্জুমা বিবি মহাশয়ার একান্ত প্রচেষ্টায়,করোনার আবহে সচেতনতা মূলক বার্তা দিতে মাক্স বিতরণ করেন ,সেই সঙ্গে আম ফান ঝড়ে বিপুল পরিমাণে বৃক্ষ ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুরনের নিমিত্ত প্রচেষ্টা চারা বিতরণ করে। স্থানীয় আশা কর্মী আমিনা বিবি কে করোনা যোদ্ধা হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করে উপহার সামগ্রী দেন।
এই সভায় উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব সেক হাসিবুর রহমান,পঞ্চায়েত সদস্য সেক আক্রাম আলী,পঞ্চায়েত সদস্য চন্দন কুমার দাস, মালতী দোলায় দাস,রহিমা বিবি,বাসন্তী দাস , স্থানীয় নেতৃত্ববর্গ।
AITC #AllindiaTrinamoolCongress #BanglarGorboMamata
#MamataBanerje#haldia haldiabandar# haldialive# biswabangla# haldianews
No comments