Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাস্তা মেরামতির দাবীতে পথ অবরোধ ছাত্রছাত্রীদের

পাঁশকুড়া ১ ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের  মাইশোরা-শ‍্যামপুর যাওয়ার রাস্তার বেহাল অবস্থা।রাস্তা মেরামতির দাবীতে পথে নামেন স্কুল পড়ুয়ারা।প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরেই রাস্তাটির বেহাল অবস্থা।রাস্তাটিতে বড়ো বড়ো গর্তেরও সৃষ্টি হয়েছে।দী…

 






পাঁশকুড়া ১ ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের  মাইশোরা-শ‍্যামপুর যাওয়ার রাস্তার বেহাল অবস্থা।রাস্তা মেরামতির দাবীতে পথে নামেন স্কুল পড়ুয়ারা।প্রসঙ্গত বেশ কয়েক বছর ধরেই রাস্তাটির বেহাল অবস্থা।রাস্তাটিতে বড়ো বড়ো গর্তেরও সৃষ্টি হয়েছে।দীর্ঘ কয়েক বছর ধরে প্রশাশনিক মহলে জানিয়েও কোনো কাজ হয়নি।মাইশোরা থেকে লেয়াদা যাওয়ার মূল রাস্তা এটি।কয়েক হাজার মানুষ এই  রাস্তার ওপর নির্ভর করেন।প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী এই রাস্তা পূনর্নিমানের দাবীতে পথে নামেন।রাস্তা অবরোধ করে তারা রাস্তার ওপর বসেন।তাদের দাবী -"সরকারের দৃষ্টিগোচরের জন‍্য তাদের এই বিক্ষোভ।আজ তারা পুরো পথ অবরোধ করে বিক্ষোভ করবেন।যতক্ষন না তাদের আশ্বাস দেওয়া হয় এই রাস্তা পূনর্নিমান হবে ততক্ষন পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবে।এবং পূজোর আগে এই রাস্তা পূনর্নিমান করতে হবে।তাদের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।শিক্ষক ঈমরান শা জানান-"ছাত্রছাত্রী,সাধারন মানুষ প্রতিনিয়তই  সমস‍্যায় পড়ছেন।বিডিও অফিসে জানিয়েও সরাহা মিলেনি।রাস্তার মাঝে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে।প্রতিদিনই প্রায় গাড়ি উল্টে যাচ্ছে।তাই প্রশাসনের দৃষ্টি আকর্শনের জন‍্য ছাত্রছাত্রীদের এইরকম বিক্ষোভ কে সমর্থক করছি।"

No comments