আজ প্রয়াত প্রধানমন্ত্রী, ভারতরত্ন, রাজীব গান্ধীজির ৭৭ তম জন্মদিন পালিত হল তমলুক জেলা সদর কংগ্রেস কার্যালয়ে। এবং জেলার সদর শহর তমলুকে র কেন্দ্র বিন্দুতে এশিয়ার মুক্তিসূর্য শ্রীমতি ইন্দিরা গান্ধী ও ভারতবর্ষের কোটি কোটি যুবকের হৃ…
আজ প্রয়াত প্রধানমন্ত্রী, ভারতরত্ন, রাজীব গান্ধীজির ৭৭ তম জন্মদিন পালিত হল তমলুক জেলা সদর কংগ্রেস কার্যালয়ে। এবং জেলার
সদর শহর তমলুকে র কেন্দ্র বিন্দুতে
এশিয়ার মুক্তিসূর্য শ্রীমতি ইন্দিরা গান্ধী ও ভারতবর্ষের কোটি কোটি যুবকের হৃদয়ের যক্ষের ধন ভারতরত্ন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজীর মূর্তি তে মাল্যদান করার মধ্য দিয়ে/জেলা সদর কার্যালয়ে রাজীবজীর প্রতিকৃতিতে মাল্যদান
করেন জেলা কংগ্রেস নেতা মাননীয় শ্রী হারাধন মজুমদার, শ্রী রমেন্দ্রনাথ দত্ত, জনাব সেখ জিয়াদ আলি সাহেব, সেক কালু, গোবিন্দ সামন্ত
অন্যান্য কংগ্রেস কর্মী বন্ধুরা। রাজীবজীর মূর্তিতে মাল্যদান করেন শ্রী সনৎ কুমার বটব্যাল ( সদস্য)
Add caption |
পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি। ইন্দিরাজির গলায় মাল্যদান করেন শ্রী মৃনাল কান্তি পাল ( প্রাক্তন সম্পাদক) পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি। ১৮ বছর বয়সে ভোটাধিকার, পঞ্চায়েতি রাজ,ভারতবর্ষে কম্পিউটার - আনয়নের শ্রী ভগীরথ,হাতের মুঠোয় পৃথিবীকে আনার ও আধুনিক ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে সবার উপরের দিকে তুলে আনার বিরামহীন
রাষ্ট্রনায়ক শ্রী রাজীব গান্ধীজির জন্ম । সনদ কুমার বটব্যাল বলেন। আজকের দিনের শপথ হোক সাম্প্রদায়িকতা নিপাত যাক। আমরা ১৪০ কোটি (প্রায়)ভারতবাসী
নতুন করে পথচলা শুরু করলাম । আগামী দিনের সোনালী সূর্যের আলোর অপেক্ষায়। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। মুক্তিযুদ্ধের বীর শহীদদের - শ্রদ্ধা ও প্রনাম।বন্দেমাতরম। জয়হিন্দ। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটি।
No comments