গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সরকারি পরিসংখ্যান মতে গত দুই দিনে রাজ্যে লাগাতার বেড়েছে সংক্রমণ।তাই করোনা সংক্রমণ রুখতে চলতি সাপ্তাহের লকডাউনের শুরু থেকেই কড়াকড়ির পথে হাঁটল রাজ…
গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সরকারি পরিসংখ্যান মতে গত দুই দিনে রাজ্যে লাগাতার বেড়েছে সংক্রমণ।তাই করোনা সংক্রমণ রুখতে চলতি সাপ্তাহের লকডাউনের শুরু থেকেই কড়াকড়ির পথে হাঁটল রাজ্য সরকার।রাজ্য থেকে শুরু করে জেলা, সব জায়গাতেই পুলিশি কড়াকড়ির ছবি। অপ্রয়োজনে বাড়ি থেকে রাস্তায় বেরোলেই পুলিশের ধরপাকড়ের মুখে পড়তে হচ্ছে বহু মানুষকে। সেইসঙ্গে চলছে পুলিশের জোরদার টহল।তবে মোচাগ্রাম বাজারে লকডাউন অমান্য করে যারা বিনা কারনে যারা বাড়ির বাইরে বেরিয়েছেন তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কঠোর অবস্থানে যাওয়ার অংশ হিসেবে প্রশাসন এই ধরনের কাজ করেছে।
No comments