লকডাউনে দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধাবল্লভ চক অঞ্চলের অন্তগর্ত মাগুরী উওর সাই গ্রামের গনেশ গুছাইতের নতুন পাকা বাড়ীর চেম্বারের মধ্যে একটি বড় ধরনের গখুরো খরিস সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। শু…
লকডাউনে দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধাবল্লভ চক অঞ্চলের অন্তগর্ত মাগুরী উওর সাই গ্রামের গনেশ গুছাইতের নতুন পাকা বাড়ীর চেম্বারের মধ্যে একটি বড় ধরনের গখুরো খরিস সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। শুক্রবার সকাল নাগাদ ঐ চেম্বারে দেখতে পায় পরিবারের লোকজন। করোনা ও লকডাউনকে উপেক্ষা করেই সাপ দেখতে দূর থেকে মানুষ জন ভীড় করছে।এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেয়া হয় বনদপ্তর আধিকারিকদের, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বনদপ্তর আধিকারিকরা গিয়ে ওই সাপটিকে উদ্ধার করে।স্থানীয় বাসিন্দারা জানায়-"এই ধরনের সাপ এলাকায় প্রথম দেখলাম।যদি এই সাপ কাউকে দর্শন করতো তাহলে খুব বড় বিপদ হতে পারতো।আমরা সাপটিকে দেখা মাত্রই বনদপ্তরের কর্মীদের ফোন করি।ওনারা এসেই সাপটিকে উদ্ধার করেন।এই বিষয়ে বনদপ্তরের এক কর্মী জানান -"ঘটনাটি জানার সাথে সাথে আমরা এইখানে চলে আসে।সাপটি সুস্থ আছে।আমরা সাপটিকে এই মাত্র উদ্ধার করলাম।"ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ytkpdQTAnys
No comments