Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় সরকার কর্তৃক পুরষ্কৃত হলেন পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা সাব-ইন্সপেক্টর বর্ণালী সরকার

বাঁকুড়া মহিলা পুলিশের সাব-ইন্সপেক্টর শ্রীমতি বর্ণালী সরকার তদন্তে দক্ষতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক পুরষ্কারে সম্মানিত হয়েছেন। ২০১৮ সালে এক ১৬ বছর বয়সী কিশোরীর উপর যৌন নির্যাতনের মামলার সম্পূর্ণ তদন্তের স্বীকৃতি স্ব…

 







বাঁকুড়া মহিলা পুলিশের সাব-ইন্সপেক্টর শ্রীমতি বর্ণালী সরকার তদন্তে দক্ষতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক পুরষ্কারে সম্মানিত হয়েছেন। 

২০১৮ সালে এক ১৬ বছর বয়সী কিশোরীর উপর যৌন নির্যাতনের মামলার সম্পূর্ণ তদন্তের স্বীকৃতি স্বরূপ তাঁর এই পুরষ্কার।

২০১৮ সালে বাঁকুড়ার এক গ্রামে এই ঘটনাটি ঘটে। কিশোরী তার শিক্ষকের বাড়িতে টিউশনি নিতে গিয়েছিল। একা থাকার সুযোগে শিক্ষক সেই ছাত্রীর উপর যৌন নির্যাতন করেন। পুরো ঘটনাটি অন্যের কাছে প্রকাশ করলে মারাত্মক হুমকির মুখেও পড়তে হয়েছিল কিশোরীকে।

সাব-ইন্সপেক্টর বর্ণালি সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই মামলাটি তদন্ত করেছিলেন। সেইমতো নিগৃহীত মেয়েটির প্রতি ন্যায়বিচার আনতে এবং আসামীদের কড়া শাস্তি দিতে তদন্তে কোনও গাফিলতি করেননি তিনি। বৈজ্ঞানিক উপায়ে এইডস এবং ফরেন্সিক সরঞ্জামগুলির সাহায্য নিয়ে শিশু সুরক্ষার দিকে নজর দিয়েছিলেন।


এই তদন্তে বর্ণালী সরকারকে সাহায্য করেছিলেন তাঁর সহকর্মী কনস্টেবল সোমা গোস্বামী, আনেহারা খাতুন, লতা পাল, শিবানী সেন এবং সিভিএফ প্রসূন দাস।

২৮.০৩.১৯ তারিখে এই মামলার রায় গৃহীত হয়েছিল। অভিযুক্ত শিক্ষকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা হয়েছিল। মহামান্য বিচারক ক্ষতিপূরণ হিসাবে ২,০০,০০০ টাকা প্রদানের আদেশও পাস করেছিলেন।

আমরা শ্রীমতি বর্ণালী সরকারকে অভিনন্দন জানাই। তাঁর এই পুরষ্কারপ্রাপ্তি আমাদেরও গর্বিত করেছে। সেইসঙ্গে আরও একবার প্রমাণিত হয়েছে, সঠিক সত্যকে পুনঃস্থাপন করতে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলার মানুষের পাশে দাঁড়াতে সক্ষম। আগামীদিনেও এই প্রচেষ্টা চলবে সকল মানুষের জন্য।

No comments