১৪ আগষ্ট শুক্রবার পাঁশকুড়া থানার মহৎপুর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে মহৎপুর প্রাথমিক বিদ্যালয়ে এক মহতী রক্তদান শিবির করা হয়।।তমলুক ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ১০০ জন মানুষ রক্ত দান করেন।নিয়ম নিতীতে ভরপুর ছিল এই রক্তদান শিবির।সোস্য…
১৪ আগষ্ট শুক্রবার পাঁশকুড়া থানার মহৎপুর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে মহৎপুর প্রাথমিক বিদ্যালয়ে এক মহতী রক্তদান শিবির করা হয়।।তমলুক ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ১০০ জন মানুষ রক্ত দান করেন।নিয়ম নিতীতে ভরপুর ছিল এই রক্তদান শিবির।সোস্যাল ডিসটেন্স বজায় রেখে ও হোল বডি সেনিটাইজ করে তবেই রক্তদান শিবিরে প্রবেশ করতে দেওয়া হয়।এবং সেই সাথে ৪০ জন কৃতী ছাত্রছাত্রীদের
সম্বর্ধনা এবং সহায়ক দলের মহিলাদের হাতে ১৮০ টি উৎকর্ষ নারকেল গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড: সৌমেন কুমার মহাপাত্রএছাড়াও উপস্থিত ছিলেন পাঁশকুড়া বিধান সভার বিধায়িকা ফিরোজা বিবি,পৌরপ্রধান নন্দ কুমার মিশ্র,পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক,পাঁশকুড়া ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি দিপ্তি জানা, সহ অনান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।অনুষ্টানের মূল উদোক্তা ও মহৎপুর পঞ্চায়েত সদস্য গুরুপদ মুনসীবলেন-"বর্তমান পরিস্থতির কথা মাথায় রেখে আজকে এই শিবিরের আয়োজন।সোস্যাল ডিসটেন্স বজায় রেখে এই শিবিরের আয়োজন করছি।মুখে মাক্স বাধ্যতামূলক ছিল।হোল বডি সেনিটাইজ করে তবেই এই শিবিরে প্রবেশ করানো হয়।প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন।"
No comments