Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউনে কর্মীদের ভাতা দেওয়া, বাম ক্ষেতমজুর ইউনিয়নের সভা

পূর্ব মেদিনীপুর জেলা ক্ষেতমজুর ইউনিয়নের অাহ্বানে কাঁথি ও এগরা মহকুমার ১৩ টি ব্লকে কর্মকর্তা দের নিয়ে কাঁথি শহরের জুনপুট রাস্তার মোড়ে সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনের মিটিং হলে করোনা সংক্রমণ জনিত কারণে কর্মহীনতা,পেট্রোল ও ডিজেলে র অস…

 







পূর্ব মেদিনীপুর জেলা ক্ষেতমজুর ইউনিয়নের অাহ্বানে কাঁথি ও এগরা মহকুমার ১৩ টি ব্লকে কর্মকর্তা দের নিয়ে কাঁথি শহরের জুনপুট রাস্তার মোড়ে সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনের মিটিং হলে করোনা সংক্রমণ জনিত কারণে কর্মহীনতা,পেট্রোল ও ডিজেলে র অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অামফান অনুদান নিয়ে দলবাজি, স্বজনপোষণ ও দুর্নীতি রোধ, রেগা প্রকল্পে লাগামছাড়া কারচুপির তদন্ত সহ ১০০ দিনের কাজকে ২০০ দিন করা প্রভৃতি দাবীদাওয়ার ভিত্তিতে অাগামীদিনে জোরদার অান্দোলন সংগঠিত করার কর্মসূচি গ্রহণের লক্ষে একটি জরুরী কনভেনশন অায়োজিত হয়। কনভেনশনে সভাপতিত্ব করেন জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি অাশীষ প্রামাণিক। কনভেনশনের উদ্বোধন করেন ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সহঃ সম্পাদক ও সর্বভারতীয় নেতৃত্ব হিমাংশু দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্তরঞ্জন দাস,মেঘনাদ দলাই, গণঅান্দোলনের নেতা মামুদ হোসেন সহ নেতৃবৃন্দ। ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সহঃ সম্পাদক হিমাংশু দাস বলেন করোনা সংক্রমণ জনিত কারণে সারা দেশে ব্যাপক কর্মচ্যূতি,চিকিৎসা ও জনস্বাস্থ্য পরিষেবার অপ্রতুলতা,জিডিপি হ্রাস, শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা জনজীবনে দুর্বিসহ করে তুলেছে। কাজ,খাদ্য ও মজুরির সংকট তীব্র হয়েছে। নগদের অভাবে মানুষের ক্রয়ক্ষমতা তলানিতে নেমে এসেছে তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে।কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতায় প্রতিদিন সংক্রমণ বেড়ে চলেছে।কেন্দ্রের অাত্মনির্ভরতার নামে দেশের অর্থনীতি কে পুঁজিপতিদের পদতলে উপঢৌকন দেওয়া ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। কাজ,রেশন,নগদ,চিকিৎসা সহ অন্যান্য দাবী সমূহের ভিত্তিতে লাগাতার অান্দোলন সংগঠিত করার অাহ্বান জানান ক্ষেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় নেতা হিমাংশু দাস। গণঅান্দোলনের নেতা মামুদ হোসেন অাগামীকাল ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা ও দেশের স্বনির্ভরতা রক্ষা করার শপথ গ্রহণের কর্মসূচি কে সফল করার অাবেদন জানান।

No comments