Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Breaking Newsঃ ক্ষোভে পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সদস্যপদ থেকে ইস্তফা তৃণমূলের পঞ্চায়েত সদস্য নীলমাধব দাস অধিকারী

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য নীলমাধব দাস অধিকারী।জানা গিয়েছে,১৫ই জুলাই এগরা মহকুমা শাসক অপ্রতীম ঘোষ'কে লিখিত ভাবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পঞ্…

 




পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য নীলমাধব দাস অধিকারী।

জানা গিয়েছে,১৫ই জুলাই এগরা মহকুমা শাসক অপ্রতীম ঘোষ'কে লিখিত ভাবে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে অব‍্যাহতি চান। সেইমত গতকাল ১৩ই আগস্ট বিডিও পটাশপুর -২ মধুবালা নন্দী হিন্দী তার শুনানি নেন এবং আবেদন পত্র অনুমোদন করেন। 

পঁচেট পঞ্চায়েত এলাকাধীন পিএস -৭ আসনে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত নীলমাধব বাবু। তিনি ঐ অঞ্চলের দলীয় সভাপতিও বটে। 


তবে এ বিষয়ে নীলমাধব অধিকারীকে জানতে চাইলে তিনি বলেন, নিজের দলের পঞ্চায়েত সভাপতির সভাপতি চন্দন সাউ মহাশয় কোনরকম আলোচনা ও মিটিং ডাকেননি। পটাশপুর -২ পঞ্চায়েত সমিতিতে বিগত দুই বছর ধরে কোন মিটিং ডাকেননি বিডিও। সভাপতি ও বিডিও দু জনে সবকিছু করছেন। আম্ফান ঝড়ের মতন এমন বিপর্যয়েও নিজের এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনরকম পরামর্শ পঞ্চায়েত সমিতির সভাপতি নেননি, এলাকার বঞ্চিত মানুষের ক্ষোভ কেবল পুলিশ দিয়ে সামলানো কি সম্ভব। নির্বাচিত সদস্য হয়েও যদি এলাকার মানুষের বিপদে দাঁড়াতে পারছি না, দলে থেকে প্রতিবাদ করাও যাবে নি।সদস্য হয়ে মানুষের কাছে নিজেকে হাস্যাস্পদ করতে করতে চাইনি তাই পদত‍্যাগ।

পটাশপুর-২পঞ্চায়েত সমিতির চন্দন সাউ বলেন,উনি কয়েকমাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন।তার তিনি সদস্য পদ থেকে ইস্তফা নিয়েছেন।

No comments