Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭৪ তম "স্বাধীনতা দিবস " উদযাপনে মন্ত্রী শুভেন্দু অধিকারী

তাম্রলিপ্ত স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ও সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে , তাম্রলিপ্ত রাজময়দানে সমস্ত স্বাস্থ্য বিধিনিষেধ মেনে " ৭৪ তম স্বাধীনতা দিবস " উদযাপন ও ৩০০ টি ক্লাব , ৫টি পৌরসভা ও ২৫টি পঞ্চায়েত সমিতি কে…

 



তাম্রলিপ্ত স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ও সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে , তাম্রলিপ্ত রাজময়দানে সমস্ত স্বাস্থ্য বিধিনিষেধ মেনে " ৭৪ তম স্বাধীনতা দিবস " উদযাপন ও ৩০০ টি ক্লাব , ৫টি পৌরসভা ও ২৫টি পঞ্চায়েত সমিতি কে পালস অক্সিমিটার , প্রেসার মাপার যন্ত্র , ডিজিটাল থার্মোমিটার ও ১লক্ষ মাস্ক প্রদান করলেন বাংলার রাজনীতির মহারাজ তথা বঙ্গ রাজনীতির একালের দ্রোণাচার্য্য, একালের নেতাজী, স্বাতির অশ্রুবিন্দু দিয়ে গড়া সপ্তঋষির আশীর্বাদ প্রাপ্ত দেবদূতসম মানবতার মূর্তপ্রতীক সতীশ সামন্ত ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি তথা বাংলার মাননীয় পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।।

No comments