পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় রাজনৈতিক চাপানউতর কাটিয়ে সাধারণ সভায় উপস্থিত তমলুক লোকসভা সাংসদ দিব্যেন্দু অধিকারী । বিগত কয়েকদিনের যে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল হলদিয়া টাউনশিপ ইন্ডিয়ান অয়েল মেইনটেনেন্স ওয়ার্কার ইউনিয়নে…
পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় রাজনৈতিক চাপানউতর কাটিয়ে সাধারণ সভায় উপস্থিত তমলুক লোকসভা সাংসদ দিব্যেন্দু অধিকারী । বিগত কয়েকদিনের যে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল হলদিয়া টাউনশিপ ইন্ডিয়ান অয়েল মেইনটেনেন্স ওয়ার্কার ইউনিয়নের সভাপতিত্ব ঘিরে, আজ তার অবসান ঘটিয়ে একই মঞ্চ থেকে বক্তব্য রাখলেন তৃণমূল নেতৃত্ব বৃন্দ।্
প্রসঙ্গত,হলদিয়া রিফাইনারী টাউনশিপ মেন্টেন্যেন্স কনট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সভা গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায় সেই সভায় 350 জন মোট সদস্যের মধ্যে 280 জন উপস্থিত থেকে কার্যকরী সভাপতি কে সভাপতির দায়িত্ব অর্পণ করেছিলেন সভাপতি নির্বাচিত হয়েছিলেন দেবপ্রসাদ মন্ডল। তারপর থেকেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেরিয়ে এল। এই চাপান-উতোর কাটিয়ে বিগত সভাপতি কে বাদ দেওয়া হয়েছিল লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারি পুনরায় সভাপতি বহাল করে। তার নেতৃত্বে সারা জেলাজুড়ে ট্রেড ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেই ইউনিয়ন কে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বেরিয়ে এসেছিল। সেই ইউনিয়নের মোট সদস্য ৩৫০ জন। সেই সদস্যের মধ্যে কতজন এই সভায় উপস্থিত ছিলেন? যাদেরকে নিয়ে ইউনিয়ন তারাই বা কত ছিলেন সেইটাই প্রশ্ন ?
উপস্থিত ছিলেন তমলুক লোকসভা তরুন তুর্কী সাংসদ বর্তমান নির্বাচিত হলদিয়া রিফাইনারি মেন্টেন সরকার ইউনিয়নের সভাপতি শ্রী দিব্যেন্দু অধিকারী,
তিনি বলেন আমি দূর থেকে আসতে পারিনি এই অজুহাত দিয়ে গত কার্যকরী সভাপতি দেব প্রসাদ মন্ডল বর্তমান সভাপতি নির্বাচিত হয়েছিলেন তার কয়েকজন মুষ্টিমেয় দোসর লোকজনকে নিয়ে। তিনি অগণতান্ত্রিক হিসেবে কাজে লাগানোর নাম করে বহু কাটমানি সংগ্রহ করেছেন। আমি যখনই জানতে পারি প্রতিবাদ করার জন্য আমাকে বাদ দেওয়া হয়েছিল। আর অধিকারী পরিবার না থাকলে উনি হলদিয়া পৌরসভার চেয়ারম্যান হতে পারতেন না ।
আগামী ২০২১এর বিধানসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে মানুষকে ভুল বুঝিয়ে এবং আমার প্রতি ও অধিকার পরিবারের প্রতি কালিমালিপ্ত করতে চেয়েছিলেন দেব প্রসাদ মন্ডল তিনি পার্টিকে না জানিয়ে প্রতারণা করেছিলেন। উপস্থিত ছিলেনণণঙ
হলদিয়া পৌরপ্রধান শ্যামল আদক, সহকারী সভাপতি শুধাংশু শেখর মণ্ডল, জেলা তৃণমুলের সাধারণ সম্পাদক পার্থ বটব্যাল, ট্রেড ইউনিয়ন নেতৃত্ব সত্য শংকর সাহু, আস্তিক চ্যাটার্জ প্রমূখ।
No comments