Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে সম্পূর্ণ লকডাউন, ২০ তারিখ পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ, ঘোষণা মমতার.

সেপ্টেম্বর মাসে লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি বলেন, ‘৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে ফের পূর্ণ লকডাউন হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল-কলেজ। সামাজিক দূরত্ব মেনে…

 




সেপ্টেম্বর মাসে লকডাউনের নতুন দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে তিনি বলেন, ‘৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে ফের পূর্ণ লকডাউন হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে বন্ধ থাকবে স্কুল-কলেজ। সামাজিক দূরত্ব মেনে মেট্রো চললে আপত্তি নেই। এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ কথা বলতে পারে। হটস্পট শহর থেকে সপ্তাহে ৩দিন বিমান চললে আপত্তি নেই। ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৩দিন উড়ানে আপত্তি নেই।’

মমতা আরও বলেন, ‘বাংলায় সংক্রমণের তুলনায় সুস্থতার হার বাড়ছে। বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি পাবেন ৩৯ লক্ষ মানুষ। সরাসরি প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। জগৎবল্লভপুরে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, সাহায্য রাজ্যের। ১০ লক্ষের মধ্যে প্রায় ৬ লক্ষ শ্রমিককে কাজের ব্যবস্থা। পরিযায়ী শ্রমিকদের ১০০দিনের কাজের প্রকল্পে যুক্ত করা হয়েছে। তাজপুরে সমুদ্র বন্দর তৈরি করবে রাজ্য সরকারই। বন্দরে আর কারা যুক্ত হবেন, পরে ঠিক হবে।’


মুখ্যমন্ত্রী কেন্দ্রের উদ্দেশেও তোপ দেগেছেন। বলেছেন, ‘জিএসটি বাবদ বকেয়া কোনও টাকাই দিচ্ছে না কেন্দ্র। ৩-৪ মাস ধরে ক্ষতিপূরণ বাবদ টাকা দিচ্ছে না কেন্দ্র। মহারাষ্ট্র, পঞ্জাব, ঝাড়খণ্ড, রাজস্থান, উত্তরাখণ্ড, পুদুচেরি, জিএসটি বাবদ টাকা পাচ্ছে না কোনও রাজ্য। আমরা ভিক্ষে চাই না, বকেয়া টাকা কেন দিচ্ছে না? করোনার জন্য প্রতিদিন হাজার হাজার কোটি টাকা খরচ। কত টাকা দিয়েছেন? কেউ কেউ আবার হিসেব চাইছে? টাকা না দিয়ে কেন কৈফিয়ত চাইছেন কেন? ফান্ড হিসেবে যে টাকা পেয়েছেন, ভাগ করে দিন।’ মমতা যোগ করেন, ‘পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি হলে তখন নিন। কষ্ট দিয়ে কেরিয়ার করবে, জীবন দিয়ে নয়।’

No comments