Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভূমি উদ্যোগে কবিগুরুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞলিতে

করোনা আবহের মধ‍্যেও আজ ২২ শে শ্রাবণ,১৪২৭ বঙ্গাব্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কবি কে স্মরণ করতে সুতাহাটা ভূমি উদ্যোগে আয়োজিত হচ্ছে একটি অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান 'হে মহাজীবন'। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে…

 

Add caption



করোনা আবহের মধ‍্যেও আজ ২২ শে শ্রাবণ,১৪২৭ বঙ্গাব্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কবি কে স্মরণ করতে সুতাহাটা ভূমি উদ্যোগে আয়োজিত হচ্ছে একটি অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান 'হে মহাজীবন'। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিগত একমাস ধরে অনলাইনে আয়োজন করা হয়েছিল সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার। রবীন্দ্র ক্যুইজ, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, রবীন্দ্র কবিতা আবৃত্তি ও বসে আঁকো প্রতিযোগিতায় সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে অংশ নেন প্রায় তিন শতাধিক প্রতিযোগী ও প্রতিযোগিনীরা। রবীন্দ্রনাথের নাচে গানে কবিতায় ও আলোচনায় রবীন্দ্র অনুরাগীদের স্বতস্ফূর্ত অংশগ্ৰহণে মুখরিত হয় আজকের এই বিশেষ দিনটি।


"বিপদে মোরে রক্ষা কর  এ নহে মোর প্রার্থনা 

বিপদে আমি না যেন করি ভয়"।

কবিগুরুর এই প্রার্থনা আজ আমাদের গভীর সংকটের দিনে জীবন যুদ্ধে জয়লাভের পাথেয়।

আজ 22শে শ্রাবণ সুতাহাটা ভূমি  সংস্থার সদস্য ও সদস্যারা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বিশ্বকবির বেদনাবিধুর স্মৃতি রোমন্থন করলেন তারই কবিতা আর গানে.....

কবিগুরুকে জানাই শত কোটি প্রণাম।

আজকের শ্রদ্ধাঞ্জলি••

No comments