Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এল টি সি গ্রুপ অব কোম্পানি কর্ণধার এস পি ব্যানার্জি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন

কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকার্ত হলদিয়ার ব্যবসায়ী মহল।হলদিয়ায় এলটিসি গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এস.পি. ব্যানার্জী ।বর্তমানে লায়ন্স ক্লাবের 322C1-এর ডিস্ট্রিক্ট গ…

 




কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুর খবরে শোকার্ত হলদিয়ার ব্যবসায়ী মহল।হলদিয়ায় এলটিসি গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এস.পি. ব্যানার্জী ।বর্তমানে লায়ন্স ক্লাবের 322C1-এর ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবেও দায়িত্ব সামলাচ্ছিলেন ছিলেন। তাঁর সামাজিক কর্মকান্ডের বিস্তার ছিল সুদূরপ্রসারী।সূত্রের খবর, তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল।  তবে করোনা নয় বলে জানা গেছে।যার জন্য তিনি বেশ কয়েকদিন কলকাতার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাত্র একদিন আগেই তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু  সেই রাতেই তিনি পুনরায় শ্বাসকষ্ট অনুভব করায় তড়িঘটি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু এরপরেই তাঁর হৃদযন্ত্র আচমকা বিকল হয়ে যায়। তাঁকে আইসিইউতে রাখা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। এস.পি. ব্যানার্জীর সঙ্গে রাজনৈতিক মহলেও যথেষ্ট যোগাযোগ ছিল। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ আত্মীয় পরিজন থেকে রাজনৈতিক দলের নেতা ও শুভানুধ্যায়ীরা

শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তারপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ সকালেই মৃত্যু হয়.। তার এই খবর পেয়ে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন। ফাইভ স্টার গ্রুপ অফ কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর শেখ মজাফফর তার পরিবারের সমবেদনা জানিয়েছেন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন।

No comments